নেদারল্যান্ডস তারকা রোবেনের বিদায়

১৪ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন নেদারল্যান্ডস তারকা আরিয়েন রোবেন। দেশের জার্সিতে বড় কোনো শিরোপা না জিতলেও ব্যক্তিগতভাবে বেশ আলো ছড়িয়েছেন। কিন্তু বিদায় বেলাটা এ রকম হবে বোধহয় স্বপ্নেও ভাবতে পারেননি রোবেন।

২০০৩ সালে দেশের হয়ে অভিষেক হয় রোবেনের। বিদায়ী ম্যাচসহ ৩৩ বছর বয়সী এই তারকা দেশের জার্সিতে খেলেছেন ৯৬টি ম্যাচ। আন্তর্জাতিক ফুটবলে তার মোট গোল ৩৭টি।

নেদারল্যান্ডস রাশিয়া বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি। ২০০২ সালের পর প্রথমবার নেদারল্যান্ডসকে ছাড়া বিশ্বকাপ দেখতে চলেছে ফুটবলবিশ্ব। সুইডেনের বিপক্ষে ২-০ গোলে জেতা ম্যাচের পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান রোবেন। বিদায়ী ম্যাচে দলের দুটি গোলই করেন ৩৩ বছর বয়সী এই উইঙ্গার।

জিতলেও ডাচরা ছিটকে গেছে বিশ্বকাপ থেকে। সুইডেনের বিপক্ষে কমপক্ষে ৭-০ গোলে জিততে হতো ডাচদের।

কমলা জার্সিধারীদের প্রমাণিত সৈনিক রোবেন ম্যাচের পরপরই জাতীয় দলকে বিদায় জানান। বায়ার্ন মিউনিখের এ ফরোয়ার্ড জানান, ‘বিদায় বলার এই সিদ্ধান্তটা সহজ ছিল না। কিন্তু আমার বয়স ৩৩। এখন আমাকে ক্লাবের প্রতি পুরো মনযোগ দিতে হবে।’

২০১০ বিশ্বকাপের রানার্সআপ ও ২০১৪ বিশ্বকাপে তৃতীয় হওয়া ডাচ দলের সদস্য ছিলেন রোবেন।

বাংলাদেশ সময়: ১০১৮ ঘণ্টা, ১১ অক্টোবর ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/এসডিএম

Scroll to Top