পাকিস্তানের সাবেক স্পিডস্টার শোয়েব আখতারের খেলোয়াড়ী জীবন যেমন বর্ণাঢ্য ছিল, তেমনি ছিল বিতর্কে ভরা। সতীর্থদের সঙ্গে ঝামেলায় ঝড়িয়ে নানা সময়ই বিতর্কের জন্ম দিয়েছেন। প্রতিপক্ষের সঙ্গেও নানা কিছু নিয়ে সবসময় লেগেই থাকত। আবার মাঠের বাইরে সুসম্পর্কও দেখা গেছে অনেকের সঙ্গে। রাওয়ালপিণ্ডি এক্সপ্রেসের ভালোবাসা প্রকাশের উপায়ও ছিল বিচিত্র। এক পডকাস্টে তিনি শুনিয়েছেন সেই কথা।
শোয়েব বলেছেন, \’কুস্তি মানে আমার কাছে কোনো লড়াই ছিল না, এটি ছিল আসলে লোকের প্রতি আমার ভালোবাসা প্রকাশের মাধ্যম। সত্যি বলতে, সীমা ছাড়িয়েই ফেলতাম। আমি যখন কাউকে পছন্দ করি, তাকে ওপরে তুলে ছুঁড়ে মারি! যুবরাজের পিঠ ভেঙে দিয়েছি আমি, এর আগে শহিদ আফ্রিদিকে জড়িয়ে ধরে পাঁজর ভেঙে ফেলেছি, আব্দুল রাজ্জাকের হ্যামস্ট্রিংয়ে একটু বেশিই টান লাগাতে বাধ্য করেছি।\’
শোয়েব আরও বলেন, \’মানুষের প্রতি আমার ভালোবাসা প্রকাশের ধরনটিই বুনো। তরুণ বয়সে একটু নির্বোধ ছিলাম, নিজের শক্তি সম্পর্কেও ধারণা ছিল না। ক্যারিয়ারে দু-একবার সতীর্থদের সঙ্গে ঝামেলায় জড়িয়েছি, তবে এমনিতে দলের সঙ্গে সম্পর্ক উপভোগই করেছি।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে হয়তো নয়, তবে সতীর্থদের সঙ্গে অনেক ভালো সময় কাটিয়েছি। যদিও সতীর্থদের সঙ্গে ক্রিকেট খেলতে ভালো লেগেছে, তবে ম্যাচের পর তাদের সঙ্গে ঘুরে বেড়াতে কখনও ভালো লাগেনি।\’