২৬ বছরের অপেক্ষা ঘুচাতে পারবেন পেসার কেমার রোচ?

বুধবার (০৮ জুলাই) থেকে শুরু হওয়া ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের টেস্ট সিরিজে ২৬ বছরের অপেক্ষা ঘুচানোর সুযোগ পাচ্ছেন ক্যারিবীয়ান পেসার কেমার রোচ। ১৯৯৪ সালের ২০ মার্চ শেষবার ওয়েস্ট ইন্ডিজের কোন পেসার হিসেবে টেস্ট ক্রিকেটে ২০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছিল।

ইংল্যান্ডের বিপক্ষে ২০০ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করেছিলেন কিংবদন্তি পেসার কোর্টলি অ্যামব্রোস। অ্যামব্রোসের পর ওয়েস্ট ইন্ডিজের পক্ষে আর কোন পেসার ২০০ উইকেট পাননি। এবার সেই অপেক্ষা ঘুচানোর সুযোগ রয়েছে রোচের। এ পর্যন্ত তার ঝুলিতে আছে ৫৬ ম্যাচে ১৯৩ উইকেট। আর মাত্র ৭ উইকেট শিকার করতে পারলেই ২শ উইকেটের মালিক হবেন তিনি। সেই সাথে ঘুচবে ২৬ বছরের অপেক্ষা।

২০০ উইকেটের মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় আছেন রোচও। তিনি বলেন, \’এটা অনেক বড় সম্মানের হবে। ওয়েস্ট ইন্ডিজের পেস বোলিংয়ের ইতিহাস বেশ সমৃদ্ধ। জোয়েল গার্নার, ম্যালকম মার্শাল, মাইকেল হোল্ডিং, অ্যান্ডি রবার্টস, কার্টনি ওয়ালশ ও কোর্টলি অ্যামব্রোস বিশ্ব ক্রিকেটের কিংবদন্তি। তাদের তালিকায় আমার নাম উঠলে সেটি হবে গর্ব করার মতো বিষয়।\’

Scroll to Top