করোনা: স্থগিত হলো সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ

মহামারী করোনা ভাইরাসের কারণে ফুটবলের অনেক আসরই স্থগিত হয়েছে। এবার স্থগিত করা হলো্ দক্ষিণ এশিয়ার ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াই ২০২০ সালের সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ। চলতি বছর সেপ্টেম্বরে ঢাকায় অনুষ্ঠিত হওয়া কথা ছিল আসরটির।

সোমবার (২৯ জুন) ভিডিও কনফারেন্সের মাধ্যমে এক সভা শেষে সাফের সাধারণ সম্পাদক আনারুল হক হেলাল বিষয়টি জানিয়েছেন। তবে স্থগিত হওয়া আসরটি ২০২১ সালে বাংলাদেশেই অনুষ্ঠিত হবে। কিন্তু সূচি এখনো ঠিক করা হয়নি। সাত দেশের কর্মকর্তাদের উপস্থিতিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আনারুল হক হেলাল বলেন, ‘সবগুলো দেশের কর্মকর্তাদের উপস্থিতিতে আমরা সাফ চ্যাম্পিয়নশিপ নিয়ে আলোচনা করেছি। সবারই আলোচনার মাধ্যমে সেপ্টেম্বরে যে সাফ চ্যাম্পিয়নশিপ হওয়ার কথা ছিল সেটা আগামী বছর পর্যন্ত স্থগিত করা হয়েছে। আগামী বছরের কবে টুর্নামেন্টটা হবে সেটা আমরা কয়েকদিনের মধ্যে আলোচনা করে জানিয়ে দেব।’

Scroll to Top