আর্জেন্টিনাকে নিয়েই বিশ্বকাপে যাবে ব্রাজিল

আর্জেন্টিনাকে ছাড়া বিশ্বকাপ! চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের কাছেও যেন কল্পনাতীত! মেসিদের যেন বিশ্বকাপে দেখা যায় সেজন্য নেইমারদের যথাসাধ্য চেষ্টা করতে বলছেন তোস্তাও। ১৯৭০ সালের বিশ্বকাপ জয়ী ব্রাজিল দলের সদস্যের বিশ্বাস, চিলিকে হারিয়ে নিজেদের কাজটা সেরে রাখার পাশাপাশি আর্জেন্টিনাকেও টেনে তুলতে সাহায্য করবে ব্রাজিল।

সাউথ আমেরিকার বিশ্বকাপ বাছাই পর্বের শেষ ম্যাচে নিজেদের মাঠে চিলির মুখোমুখি হবে সেলেসাওরা। ১৭ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে অনেক আগেই বিশ্বকাপ নিশ্চিত করা আছে টিটের দলের। ২৬ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে থাকা চিলি এবং ২৫ পয়েন্ট নিয়ে ছয়ে থাকা আর্জেন্টিনার কাছে নিজেদের শেষ ম্যাচটা বাঁচা-মরার।

ব্রাজিলের মাঠে চিলি হেরে গেলে এবং ইকুয়েডরের মাঠে মেসিরা জয় নিয়ে ফিরতে পারলেই উল্টে যাবে সমস্ত হিসাব-নিকাশ। আর্জেন্টিনার সম্ভাবনা থাকবে সরাসরি বিশ্বকাপ খেলার, আর চিলি হয় ছিটকে যাবে বাছাই পর্ব থেকে নয়তো খেলতে হবে প্লে-অফে।

এমন সমীকরণকে ঘিরে ব্রাজিলের সঙ্গে চিলির গোপন আঁতাতের গুঞ্জন নিয়ে মুখর আর্জেন্টাইন সংবাদ মাধ্যমগুলো। যেহেতু হারলেও ক্ষতি নেই, তাই ব্রাজিলকে হেরে যাওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে চিলির পক্ষ থেকে, এমন খবরে সয়লাব আর্জেন্টিনার সংবাদ মাধ্যমগুলো।

আঁতাতের বিষয়টিকে অবশ্য পাগলের প্রলাপ বলছেন তোস্তাও। সঙ্গে নিজ দেশের পাশাপাশি আর্জেন্টিনাকেও বিশ্বকাপে দেখতে চান ব্রাজিলিয়ান ফুটবল কিংবদন্তি, ‘এই বিষয়টি নিয়ে ব্রাজিলের খেলাধুলা বিষয়ক অনুষ্ঠানগুলোতে অনেক কথা হয়েছে। তারা জিজ্ঞেস করেছে আমরা কী ব্রাজিলকে সমর্থন করব নাকি আর্জেন্টিনা যাতে বিশ্বকাপে যেতে না পারে সেজন্য প্রার্থনা করব?’

‘আর্জেন্টিনার সঙ্গে দ্বৈরথ বিশাল একটি ব্যাপার। আমরা সবাই সেটা জানি। আমি শুধু জানি আমরা মোটেও চিলিকে সাহায্য করব না। ব্রাজিল শুধু নিজের জন্য খেলবে। তাতে যদি আর্জেন্টিনার উপকার হয় তবে সেটা ফুটবলের জন্যই ভাল।’

ব্রাজিলের সঙ্গে কোনপ্রকার যোগাযোগের কথা উড়িয়ে দিয়েছেন চিলি অধিনায়ক ক্লদিও ব্রাভোও। ম্যানসিটি গোলরক্ষকের বিশ্বাস বিশ্বকাপে যেতে হলে নিজের যোগ্যতা দিয়েই উতরে যাবে চিলি, ‘এরকমটা হওয়ার প্রশ্নই আসে না। তারা আমাদের সাহায্য করতে বসে নেই। ব্রাজিল নিজে এসে আমাদের ম্যাচ উপহার দিয়ে যাবে না। জিততে হলে আমাদের নিজের ক্ষমতায় জিততে হবে।’

বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, ০৯ অক্টোবর ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/এসএফ

Scroll to Top