ভারতের জন্য অস্ট্রেলিয়া সফর কঠিন হবে: দ্রাবিড়

অস্ট্রেলিয়ায় শেষ টেস্ট সিরিজ জিতে ইতিহাস সৃষ্টি করেছিল বিরাট কোহলির ভারত। চলতি বছরের শেষে ফের ডন ব্র্যাডম্যানের দেশে যাওয়ার কথা টিম ইন্ডিয়ার।সেই সফরে অস্ট্রেলিয়া দলে স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নারের উপস্থিতি বিরাট কোহলির দলের সামনে কঠিন বাধা হয়ে উঠবে বলে মনে করছেন রাহুল দ্রাবিড়।

সম্প্রতি এক চ্যানেলের ফেসবুক পেজ-এ প্রাক্তন ভারতীয় অধিনায়ক বলেছেন, “গত সফরে স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নারের অনুপস্থিতি অস্ট্রেলিয়ার পারফরম্যান্সে বিশাল প্রভাব ফেলেছিল।

ওরা অস্ট্রেলিয়ার সেরা দুই ব্যাটসম্যান। দলের হয়ে সবচেয়ে বেশি রান ওরা দু’জনেই করে। অ্যাশেজেই দেখা গিয়েছে স্মিথ কেমন পার্থক্য গড়ে দিতে পারে। ওয়ার্নার ফর্মে না থাকলেও পুরো সিরিজে খেলেছিল।আর মার্নাস লাবুশানে তো ছিলই। এই দুই ক্রিকেটার কিন্তু অস্ট্রেলিয়ার হয়ে বিশাল ভূমিকা নিতে পারে। ফলে ভারতের কাছে এ বার অনেক কঠিন পরীক্ষা।”

Scroll to Top