জাভেদ মিয়াঁদাদের সঙ্গে কোহলির তুলনা

কিংবদন্তি শচীন টেন্ডুলকারের সঙ্গে ভারতের বর্তমান অধিনায়ক বিরাট কোহলির তুলনা টানা হয়। টেন্ডুলকারের আন্তর্জাতিক ক্রিকেটে ১০০ সেঞ্চুরির রেকর্ড কি ভাঙতে পারবেন বিরাট কোহলি? এই নিয়ে ক্রিকেটাঙ্গনে প্রতিদিনই বিতর্ক চলে।অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক ইয়ান চ্যাপেল ভিভ রিচার্ডসের সঙ্গে তুলনা করেছেন কোহলির। এবার পাকিস্তানের সাবেক অধিনায়ক আমির সোহেল তার তুলনা করলেন জাভেদ মিয়াঁদাদের সঙ্গে।

পাকিস্তানের সফলতম ওপেনারদের অন্যতম আমির সোহেল ইউটিউব চ্যানেলে বলেছেন, \’বড় ক্রিকেটারদের আবির্ভাব আমার কাছে গুরুত্বপূর্ণ। এই সব ক্রিকেটার হঠাৎই যেন আবির্ভূত হন। তবে তারা নিজেরা বিশাল পর্যায়ের হলেও তাতে দলে বিশেষ প্রভাব ফেলে না। পাকিস্তানের ক্রিকেট ইতিহাসে বিখ্যাতদের কথা বললে প্রথম নামটি আসে জাভেদ মিয়াঁদাদের।\’

আমির সোহেল আরও বলেন, \’দলের বাকি সদস্যদের খেলার মানেও উন্নতি ঘটিয়েছিলেন বলে জাভেদ মিয়াঁদাদের কথা এখনও আলোচিত হয়। তার সঙ্গে লম্বা জুটি গড়লে অনেক কিছু শেখা যেত। অনুপ্রেরণা পাওয়া যেত। ক্রিকেটাররা উজ্জীবীত হয়ে উঠত। কোহলিও সেটাই করেছে। ওর আশপাশের সবাইকে উন্নত করেছে। আর এই কারণেই কোহলি গ্রেট ক্রিকেটার।\’

Scroll to Top