এবার নিজের কৃষ্ণাঙ্গ হওয়া নিয়ে যা বললেন ক্রিস গেইল

মার্কিন যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের মৃত্যু ঘিরে বিক্ষোভ করছে মার্কির্নিরা। সেই বিক্ষোভের সঙ্গে একাত্মতা ঘোষণা করে নিজেও বর্ণবাদের শিকার হয়েছেন বলে জানিয়েছেন ক্রিকেটের কিংবদন্তী ক্রিস গেইল। সোমবার নিজের ইনস্টাগ্রাম ও টুইটারে তিনি এ কথা জানান।

ক্যারিবিয়ান এই তারকা টুইটারে বলেন, প্রত্যেকের বাঁচার অধিকারের মতো কৃষ্ণাঙ্গদেরও বাঁচার অধিকার আছে।সারা বিশ্ব ভ্রমণ করে আমিও বর্ণবিদ্বেষের শিকার। শুধুমাত্র আমি কৃষ্ণাঙ্গ বলেই আমাকে তার শিকার হতে হয়েছে। বিশ্বাস করুন, তালিকাটা বেশ বড়ই হবে।

গেইল আরও বলেন, বর্ণবিদ্বেষ শুধুমাত্র ফুটবলেই নয়, তা ক্রিকেটেও আছে। এমনকি দলের মধ্যেও এর প্রভাব পড়ে। কৃষ্ণাঙ্গরাই শক্তিশালী ও গর্বিত।

Scroll to Top