সবচেয়ে পবিত্র ও মধুর শব্দের নাম \’মা\’। মায়ের ভালোবাসা পেতে প্রয়োজন হয় না ভালোবাসি বলা। সুখে-দুঃখে প্রতিটি সময় মায়া স্নেহ ভালোবাসায় যিনি জড়িয়ে রাখেন, তিনিই মা। আজ বিশ্ব মা দিবস। এমন দিনে পৃথিবীর সব মায়েদের স্মরণ করলেন সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম।
মা দিবসে সাকিবের ফেসবুক পোষ্ট
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মা দিবস নিয়ে পোষ্ট করেছেন জাতীয় দলের এ দুই ক্রিকেটার। সাকিব তাঁর ভেরিফাইড ফেসবুক পেজে লিখেছেন, \’মায়েরা ছোটবেলা থেকেই আমাদের সর্বাত্মক যত্ম নিয়ে এসেছেন। আমাদেরকে ভালো-খারাপ, সতর্কতা এবং অসতর্কতার মধ্যে পার্থক্য করতে শিখিয়েছেন। করোনাভাইরাসের এই মহামারি চলাকালীন সময়ে তাদের যত্ম নেওয়া আমাদের দায়িত্ব। মনে রাখতে হবে বয়সের কারণে তাদের করোনাভাইরাসে সংক্রমিত হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তাই তাদের প্রতিনিয়ত মনে করিয়ে দেই সামাজিক দূরত্ব এবং পরিষ্কার পরিচ্ছন্নতার নিয়মগুলো মেনে চলার। এখন আমাদের দায়িত্ব তাদের সর্বাত্মক খেয়াল রাখার।\’
মা দিবসে মুশফিকের ফেসবুক পোষ্ট
মুশফিক তাঁর ফেসবুক পেজে মায়ের ছবিও পোষ্ট করেছেন। তিনি লিখেছেন, \’আজ পৃথিবীর সব মায়েদের জন্য ভালোবাসা। প্রতিদিন তারা পরিবারের জন্য যেসব ত্যাগ স্বীকার করেন তা ভাষায় প্রকাশ করা যায় না। মা দিবসের শুভেচ্ছা পৃথিবীর সব মাকে, আমাদের জীবনের সবচেয়ে বড় আর্শীবাদ।\’