মাঠে ফিরেই জাদু দেখালেন রোনালদো, শিরোপা জিতল রিয়াল মাদ্রিদ

মাঠে ফিরে দাপট দেখালেন ক্রিস্টিয়ানো রোনালদো। তবে স্প্যানিশ লিগে তার নিষেধাজ্ঞা এখনও কাটেনি। প্রীতি ম্যাচে নিজে গোল করে এবং সতীর্থকে দিয়ে গোল করিয়ে রিয়াল মাদ্রিদকে সান্তিয়াগো বার্নাব্যু ট্রফির স্বাদ দিয়েছেন বিশ্বসেরা এ ফুটবলার। বুধবার রাতে ইতালির ক্লাব ফিওরেন্তিনাকে ২-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ।

চতুর্থ মিনিটে প্রাক্তন অ্যাস্টন ভিলার মিডফিল্ডার ভেরেতু গোল করে ফিওরেন্তিনাকে এগিয়ে নেন। সমতায় ফিরতে সময় নেননি জিদানের শিষ্যরা। তিন মিনিটের ব্যবধানে রোনালদোর বাড়ানো বল থেকে গোল করেন তরুণ ফরোয়ার্ড মায়োরাল।

\"\"

দলের জয়সূচক গোলটি হয় রোনালদোর পা ছুঁয়ে। ৩৩ মিনিটে বামদিক থেকে কোনাকুনি শটে বল জালে পাঠান সিআর সেভেন। ম্যাচের শেষ দিকে আরও একটি গোল করার সুযোগ পেয়েছিলেন রোনালদো। কিন্তু তার নেওয়া শট বারে লেগে ফিরে আসে। শেষ পর্যন্ত ২-১ গোলে জয় নিয়ে শিরোপা জয় করে রিয়াল মাদ্রিদ। এটি রিয়াল মাদ্রিদের ২৭তম সান্তিয়াগো বার্নাব্যু শিরোপা।

জিনেদিন জিদান মূল দলের সাত খেলোয়াড়কে বিশ্রাম দিয়ে এ ম্যাচের স্কোয়াড সাজিয়েছিলেন। কিন্তু মাঠে নামিয়ে দেন ক্রিস্টিয়ানো রোনালদোকে। মাঠে ফিরে কোচের আস্থার প্রতিদান ভালোভাবেই দিয়েছেন চারবারের বর্ষসেরা ফুটবলার।

বাংলাদেশ সময়: ১১১০ ঘণ্টা, ২৪ আগস্ট ২০১৭,

লেটেস্টবিডিনিউজ.কম/এস

Scroll to Top