প্রাণঘাতী করোনা ভাইরাস আতঙ্কে আপাতত স্থগিত হয়ে গেছে ফুটবল। পরিস্থিতি স্বাভাবিক হলে অবশ্য মৌসুমের বাকি সময়ের খেলা কিংবা নতুন করে মৌসুম শুরু হবে। অর্থাৎ ফুটবল আবার আগের অবস্থায় ফিরবে। কিন্তু কিছু বিষয় হয়তো আর আগের মতো থাকবে না। যেমন, ফুটবল মাঠে খেলোয়াড়দের থুতু ফেলা।
থুতু থেকে শুধু যে করোনা ভাইরাস ছড়ায়, বিষয়টা এমন নয়। থুতু থেকে অগণিত ভাইরাস ছড়ায়। তা সত্ত্বেও এতদিন ফুটবলারদের থুতু ফেলায় কোনো বাধা দেওয়া হয়নি। বিষয়টা কেউ সেভাবে গুরুত্বই দেয়নি। কিন্তু এবার করোনা ভাইরাসের প্রাদুর্ভাব চিত্রটা পাল্টে দিতে যাচ্ছে।
খেলোয়াড়দের স্বাস্থ্য নিরাপত্তার কথা চিন্তা করে মাঠে থুতু ফেলাকে অপরাধ হিসেবে চিহ্নিত করা হতে পারে। মাঠে থুতু ফেলার শাস্তি হিসেবে ফুটবলারদের হলুদ কার্ড দেখতে হতে পারে। এমনকি নিষিদ্ধও করা হতে পারে। এমন সম্ভাবনার কথাই জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম \’ডেইলি মেইল\’।
মাঠে থুতু ফেলা নিয়ে সম্প্রতি ফিফা\’র মেডিক্যাল কমিটির চেয়ারম্যান মাইকেল ডি\’হোগে বলেছেন, \’ফুটবলে থুতু ফেলা খুব স্বাভাবিক ঘটনা এবং এটা খুব অস্বাস্থ্যকর। ফলে আমরা যখন ফের ফুটবল শুরু করব, এটা (থুতু ফেলা) যে করেই হোক বন্ধ করতে হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে এটা কি সম্ভব?\’
একটা উপায় অবশ্য তার মাথা থেকেই বের হয়েছে। আর তা হলো হলুদ কার্ড। তিনি বলেন, \’এটা থামানোর একটা উপায় হতে পারে হলুদ কার্ড দেখানো। এটা (থুতু ফেলা) অস্বাস্থ্যকর এবং ভাইরাস ছড়ানোর অন্যতম মাধ্যম। এজন্যই পুনরায় খেলা শুরুর আগে আমাদের এটা নিয়ে খুব সাবধান থাকতে হবে।\’
ফুটবলের পাশাপাশি ক্রিকেটেও থুতু কিংবা লালা ব্যবহার বন্ধ করার দাবি তোলা হচ্ছে। ক্রিকেট বলকে উজ্জ্বল করার জন্য বোলাররা থুতু কিংবা লালা ব্যবহার করেন। এতে বলের সুইং করানো সহজ হয়। কিন্তু করোনা পরবর্তী বিশ্বে অনেক কিছুই পাল্টে যাবে যা আগে ভাবাই যেত না। অনেক স্বাভাবিক আচরণ অস্বাভাবিক হিসেবে সাব্যস্ত হবে। স্বাস্থ্য নিরাপত্তা সবচেয়ে বেশি গুরুত্ব পাবে। ফলে ফুটবল মাঠে থুতু ফেলা কিংবা ক্রিকেট বলে থুতু কিংবা লালা ব্যবহার বন্ধ হওয়া এখন সময়ের দাবি।