মহামারী করোন: ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ স্থগিত

মহামারী করোনাভাইরাসের প্রভাবে স্থবির হয়ে পড়েছে পুরো ক্রীড়াজগত। সব ধরণের খেলাই বন্ধ রয়েছে। এরইমধ্যে নিজেদের দেশে সব ধরনের ক্রিকেটে স্থগিতাদেশ বাড়িয়েছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

আগামী ০১ জুলাই পযর্ন্ত সব ধরনের ক্রিকেট আসর স্থগিত ঘোষণা করেছে ইসিবি। যার ফলে স্থগিত হয়ে গেছে ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার সিরিজও।

০৪ জুন থেকে ক্যারিবিয়ানদের বিপক্ষে তিনটি টেস্ট খেলার সূচি ছিল জো রুট-ইয়ন মরগানদের। এরপর অস্ট্রেলিয়া, পাকিস্তান ও আয়ারল্যান্ডের বিপক্ষে খেলার কথা থাকলেও করোনার কারণে সব সূচি স্থগিত করা হয়েছে।

২৫ জুন থেকে ভারতের বিপক্ষে ইংল্যান্ড নারী ক্রিকেট দলের সীমিত ওভারের সিরিজ খেলার কথা থাকলেও করোনার কারণে সেই সিরিজও স্থগিত করা হয়েছে।

আন্তর্জাতিক সূচি স্থগিত করা হলেও এখনও ঘরোয়া প্রতিযোগিতা স্থগিত করার ঘোষণা দেয়নি ইসিবি। ১২ এপ্রিল থেকে ঘরোয়া মৌসুম শুরুর কথা ছিল। তবে করোনার কারণে তা ২৮ মে পযর্ন্ত পিছিয়ে দেওয়া হয়েছে। জুলাই এবং সেপ্টেম্বরের মধ্যে সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেটের সূচি শেষ করার চিন্তা করছে ইসিবি।

Scroll to Top