বিশ্বব্যাপী মহামারি আকার ধারণ করা করোনাভাইরাস মোকাবেলায় তহবিল বাড়াতে নিজের সবচেয়ে প্রিয় ব্যাটটি নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছেন দেশের অন্যতম সেরা ক্রিকেটার মুশফিকুর রহিম।
রবিবার (এপ্রিল ১৯) গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন মুশফিক।
মুশফিকের ব্যাট থেকেই ২০১৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ক্রিকেটে দেশের প্রথম ডাবল সেঞ্চুরি এসেছিল। এরপর মুশফিকুর রহিম আরও দুটি ডাবল সেঞ্চুরি করেছেন। কিন্তু প্রথম দ্বিশতক হাকানো ব্যাটটি বরাবরই মুশফিকের প্রিয়। এবার দেশের করোনা পরিস্থিতিতে সহায়-দুস্থদের সহায়তায় নিজের প্রিয় ও ঐতিহাসিক সেই ব্যাটটি নিলামে তুলতে যাচ্ছেন তিনি। নিলাম থেকে পাওয়া অর্থ অসহায়-দুস্থদের সহায়তায় ব্যয় করবেন বলে জানিয়েছেন মুশফিকুর রহিম।
ঐতিহাসিক ব্যাটটি অনলাইন নিলামে তোলার ইঙ্গিত দিয়ে মুশফিক বলেন, “আমার প্রথম ২০০ রান করা ব্যাটটি নিলামে তুলছি। আমি এটি ডিজিটালভাবে নিলাম করার কথা ভাবছি। আমি প্রত্যেককে অনুরোধ করব যারা পারেন নিলামে আসুন এবং ব্যাটের জন্য বেশি করে দাম তুলুন।
সাকিব আল হাসান ফাউন্ডেশন এবং মাশরাফির নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনও করোনাভাইরাস দুর্যোগে অসহায়-দুস্থদের সহায়তায় কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় এবার এগিয়ে আসছেন মুশফিকুর রহিম। এর আগে মুশফিক জাতীয় দলের অন্য ক্রিকেটারদের সঙ্গে নিজের বেতনের অর্ধেক অনুদান তহবিলে জমা দিয়েছিলেন।