লাহোরে তুষারপাত সম্ভব, ভারত-পাকিস্তান সিরিজ অসম্ভব

প্রাণঘাতী করোনাভাইরাসের ছোবলে বিশ্বব্যাপী প্রতি মুহূর্তেই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। মহামারি এই ভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে ভারত-পাকিস্তান দ্বৈরথের প্রস্তাব দিয়েছিলেন প্রাক্তন পেসার শোয়েব আখতার। সেই সম্ভাবনা বাতিল করে দিলেন সুনীল গাভাস্কার।

কপিল দেবের পর এবার ইন্দো-পাক দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজের সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন সুনিল গাভাস্কার। এ নিয়ে রসিকতাও করেছেন টিম ইন্ডিয়ার প্রথম লিটল মাস্টার।

তিনি বলেন, ‘‘এই মুহূর্তে ভারত-পাকিস্তান দ্বৈরথ নিয়ে আলোচনায় লকডাউন করাই ভাল।’’ সেখানেই না থেমে তিনি আরও যোগ করেন, ‘‘আপনি যদি সম্ভাবনার কথা জানতে চান, তা হলে বলতে পারি লাহোরে তুষারপাত হলেও হতে পারে এবার। কিন্তু কোনও অবস্থাতেই ভারত-পাকিস্তান দ্বৈরথ কোন নিরপেক্ষ মাঠে হওয়ার সুযোগ নেই। একমাত্র বিশ্বকাপ এবং আইসিসি\’র অন্যান্য প্রতিযোগিতার মধ্যেই তা আপাতত সীমাবদ্ধ থাকবে।’

Scroll to Top