আগেই প্রাণঘাতী করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার শচীন টেন্ডুলকার। তবে এবার এক মাসের জন্য পাঁচ হাজার মানুষকে খাওয়ানোর দায়িত্ব নিলেন তিনি।
‘আপনালয়’ নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে এই সহায়তা দিচ্ছেন সাবেক ভারতীয় ব্যাটসম্যান। সংস্থাটি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে জানায় এই খবর। টুইটবার্তায় আপনালয় জানিয়েছে, লকডাউনকালে যারা সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছেন, তাদের সাহায্যের জন্য সংস্থার পাশে দাঁড়ানোয় টেন্ডুলকারকে ধন্যবাদ। উনি ১ মাসের জন্য ৫ হাজার মানুষের খাদ্যসামগ্রীর দায়িত্ব নিয়েছেন।
পরে শচীনও সংকটময় মুহূর্তে স্বেচ্ছাসেবী সংস্থার এভাবে মানুষের পাশে দাঁড়ানোর প্রশংসা করেন টুইটারে। দুঃখী ও দরিদ্র মানুষের সেবায় কাজ অব্যাহত রাখায় আপনালয়কে আমার শুভেচ্ছা। তোমাদের ভালো কাজ চালিয়ে যাও।”
এর আগে চলতি বছরের মার্চেই ৫০ লাখ রুপি অর্থ দান করেন শচীন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ত্রাণ তহবিলে ২৫ লাখ ও মহারাষ্ট্র মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ২৫ লাখ রুপি অনুদান দেন তিনি।