স্বাস্থ্যকর্মীদের জন্য সুরক্ষা-কিট দিলেন ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলি

করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে নিজেকে ব্যস্ত রেখেছেন দেশটির ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলি। আর্থিক ও সামাজিক সহায়তার পর এবার স্বাস্থ্যকর্মীদের জন্য সুরক্ষা-কিট ব্যবস্থা করলেন তিনি।

দিন দিন বেড়েই চলেছে করোনাভাইরাসের সংক্রমন। সংক্রমিত রোগীর সংখ্যা বাড়ায় অনেক হাসপাতালে পর্যাপ্ত টেস্ট কিট নেই। পাশাপাশি চিকিৎসক-নার্স বা স্বাস্থ্যকর্মীদের সুরক্ষিত থাকার জন্য জরুরি পোশাক (সুরক্ষা-কিট) কম ছিল। এজন্যই স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা-কিট দিয়েছেন ভারতের সর্বকালের সেরা এই অধিনায়ক।

কলকাতাসহ বাংলার বিভিন্ন হাসপাতালে যুক্ত স্বাস্থ্য কর্মীদের হাতে এসব সরঞ্জাম দিয়েছেন গাঙ্গুলী। যাতে করোনা নিয়ে এমন সঙ্কটের সময় চিকিৎসার কাজে যুক্ত ব্যক্তিরা উপকৃত হতে পারেন। বিশ্বের বিভিন্ন দশে পরীক্ষার সরঞ্জাম পর্যাপ্ত নেই। যে কারণে খুব বেশি পরিমাণে করোনার পরীক্ষাও করে ওঠা সম্ভব হচ্ছে না। ইটালি, স্পেন, ইংল্যান্ড, আমেরিকার মতো দেশেও পরীক্ষার সরঞ্জাম নিয়ে হাহাকার চলছে। সেই সঙ্গে চিকিৎসায় যুক্ত পেশাদারদের জন্য জরুরি পোশাক বা ‘সুরক্ষা-কিট’ও নেই। যার অভাবে ডাক্তার, নার্স বা স্বাস্থ্যকর্মীদের করোনা আক্রান্ত হয়ে পড়ার আতঙ্ক রয়েছে।

করোনাভাইরাস মোকাবিলায় ব্যক্তিগতভাবে আর্থিক সহায়তা ও প্রয়োজনীয় খাবার দিয়েছেন গাঙ্গুলী। এছাড়া গাঙ্গুলীর নেতৃত্বে ভারতীয় ক্রিকেট বোর্ড ৫১ কোটি টাকা দান করেছে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে। সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে টেলি-বৈঠকও করেছেন গাঙ্গুলী।

Scroll to Top