টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের খেলোয়াড়দের উন্নতির জন্য বেশি করে খাওয়ার পরামর্শ দিলেন ওয়েস্ট ইন্ডিজের অল রাউন্ডার আন্দ্রে রাসেল। তিনি এক প্রতিবেদকের সঙ্গে আলোচনার সময় বলেন, ‘বাংলাদেশিদের বলছি, শক্তি অর্জন করতে বেশি করে ডাম্পেলিং (সিদ্ধ সবজি ও মাছ-মাংস), মিষ্টি আলু এবং কলা খাও।’
কথাগুলো অবশ্য মজা করে বলেছেন এই ক্যারিবিয়ান খেলোয়াড়। কিন্তু তাই বলে সমালোচনা কম শুনছেন না এই হার্ড হিটার ব্যাটসম্যান। ইএসপিএন ক্রিকইনফো তাদের ফেসবুক পেজে আন্দ্রে রাসেলের এই মন্তব্য প্রকাশের পর সেখানে একজন কমেন্টে লেখেন, শুধু শক্তি দিয়ে ক্রিকেট খেলা যায় না। ক্রিকেটের ইতিহাসে মহারথীদের অনেকেই শক্তির চাইতে বেশি গুরুত্ব দিয়েছেন কৌশলে এবং তারা সফল হয়েছেন।
অপর একজন লেখেন, আন্দ্রে রাসেল আসলে মাথার বদলে পেশি দিয়ে চিন্তা করছেন। টি-টোয়েন্টি কি শুধু পেশির খেলা? অবশ্য রাসেলের পক্ষেও ছিলেন অনেকে। সেখানে রাসেল ভক্ত একজন লেখেন, আসলে নিজ দলকে শুধু খেলতে দেখেই মনে হয় আনন্দ পায় এই দলের (বাংলাদেশে) ভক্তরা। রাসেল এখানে একবারও বাংলাদেশ দলের খেলোয়াড়দের দুর্বল বা খারাপ বলেননি। বরং তিনি স্বাস্থ্য পরামর্শ দিয়েছেন মাত্র।
আজ বুধবার থেকে মাঠে শুরু হলো বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল)। এবারের আসরে রাজশাহী রয়েলের অধিনায়ক হিসেবে খেলছেন আন্দ্রে রাসেল। নিজ দল নিয়ে দারুণ আশাবাদী তিনি। জানিয়েছেন, আমার দল নিয়ে আশা করছি মাঠে ভালো একটা যুদ্ধ উপহার দেব।