ইন্টার ম্যাচে বিশ্রামে মেসি

৫ ম্যাচ থেকে ১১ পয়েন্ট নিয়ে ইতোমধ্যেই চ্যাম্পিয়নস লিগের ‘এফ’ গ্রুপে নিজেদের শীর্ষ পাকাপোক্ত করেছে স্প্যানিশ বার্সেলোনা। তাই নিজেদের শেষ ম্যাচে ইন্টার মিলানের বিপক্ষে দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় লিওনেল মেসি ও জেরার্ড পিকেকে দলে রাখছেন না কোচ আর্নেস্তো ভালভার্দে। এছাড়াও দলের বাইরে থাকবেন সার্জি রবার্তো। সুযোগ পেতে পারেন আনসু ফাতিসহ কয়েকজন তরুণ প্রতিভাবান ফুটবলার।

এই ম্যাচ থেকে বার্সেলোনার চাওয়া পাওয়ার তেমন কিছু না থাকলেও ইন্টারের জন্য দ্বিতীয় রাউন্ডে যাওয়ার সুযোগ। ইন্টারকে পরের রাউন্ডে যেতে হলে ডর্টমুন্ডের ম্যাচের ফল বা তার চেয়ে ভালো কিছু পেতে হবে। সেই দিক থেকে ইন্টার মিলানের খুশি হওয়ারই কথা এই সিদ্ধান্তে।

ইন্টারের বিপক্ষে এমনিতেই ইনজুরির কারণে জর্দি আলবা, নেলসন সেমেদো, উসমান ডেম্বেলে ও আর্থারকে দলে পাবে না বার্সা। এর সঙ্গে মেসিদের বিশ্রাম দিয়ে এরপর ‘বি’-দল থেকে মোট ছয়জন খেলোয়াড়কে স্কোয়াডে রেখেছেন ভালভার্দে।