এবার ইতির স্বর্ণ জয়

এক আরচারির কারণেই রোববার ছয়বার পোখারার আকাশে সবার ওপরে ছিল বাংলাদেশের পতাকা। সোমবার সকালে আরও তিনবার দেখা গেল সেই দৃশ্য।প্রথমে কম্পাউন্ড মহিলা একক ইভেন্টে বাজিমাত করেন সুমা। এরপর পুরুষ কম্পাউন্ড এককে স্বর্ণপদক জিতে নেন সোহেল রানা। তারপর মেয়েদের রিকার্ভ এককে স্বর্ণের হাসি হাসেন ইতি খাতুন।

সোমবার সকালে প্রতিপক্ষ শ্রীলঙ্কার প্রতিযোগিকে ১৪২-১৩৪ স্কোরে হারিয়ে পদক জিতে নেন সুমা। এর আগে রোববার সুস্মিতা বণিক ও শ্যামলী রায়কে নিয়ে কম্পাউন্ড মহিলা দলগত বিভাগেও স্বর্ণপদক জিতেছিলেন এই আরচার।

অন্যদিকে পুরুষ কম্পাউন্ড এককের ফাইনালে ১৩৭-১৩৬ স্কোরে ভুটানের প্রতিযোগীকে হারিয়ে স্বর্ণপদক জিতে নেন সোহেল রানা। অসীম কুমার দাস ও মোহাম্মদ আশিকুজ্জামানকে নিয়ে রোববার কম্পাউন্ড পুরুষ দলগত ইভেন্টেও সোনা জিতেছিলেন এই আরচার।নেপালের কাঠমান্ডু-পোখারার চলতি আসরে এ তিনটি নিয়ে মোট ১৭টি স্বর্ণপদক জিতল বাংলাদেশ।

Scroll to Top