চলতি মৌসুমে শুরু থেকেই রিয়ালের জার্সিতে মাঠে ফিরেছিলেন বেল। তবে ফেরাটা খুব বেশি দিনের জন্য হল না। গত মৌসুমেও রিয়ালের হয়ে খুব বেশি ম্যাচে মাঠে নামা হয়নি বেলের।
আবারও ইনজুরিতে পড়েছেন ওয়েলসের এই তারকা। এর ফলে আরও এক মাস মাঠের বাইরে থাকতে হবে গ্যারেথ বেলকে।
রিয়ালে যোগ দেওয়ার পর থেকেই ইনজুরিকে নিত্য সঙ্গী করে নিয়েছেন বেল। এ পর্যন্ত ১৩তম বারের মত ইনজুরিতে পড়লেন এই ওয়েলস তারকা।
গত মৌসুমে গোড়ালীর ইনজুরির কারণে রিয়াল মাদ্রিদের ৬০ ম্যাচের ২৮টিতেই ছিলেন না সাবেক টটেনহ্যাম হটস্পারের এই তারকা ফুটবলার। তবে চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদ ইতোমধ্যেই ১১ ম্যাচে মাঠে ছিলেন।
ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে স্পেনের রাজধানীর এই ক্লাবটিতে যোগদানের পর থেকে মোট ২৫০ দিন মাঠের বাইরে ছিটকে পড়েন বেল। আরও এক মাসের জন্য ইনজুরিতে পড়া বেলের এই সংখ্যাটা দাঁড়াবে অন্তত তিন’শ দিনে।
বাংলাদেশ সময়: ১২২৩ ঘণ্টা, ০৪ অক্টোবর ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/এসএফ