টাইগারদের অভিনন্দন জানালেন সাকিব

প্রথমে ১১ ও পরে ১৩ দফা দাবিতে ধর্মঘট থেকে শুরু করে, ঘটনাবহুল অক্টোবর শেষ হলো সাকিব আল হাসানের নিষেধাজ্ঞায়। দেশের ক্রিকেটে বড় একটা ঝড়ই বয়ে গিয়েছে কয়েক দিনে। সেই ঝড়ের মধ্যেই প্রথমবারের মতো পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ভারতে পা রেখেছে বাংলাদেশ ক্রিকেট দল। দিল্লিতে ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয়ের পর দলকে অভিনন্দন জানিয়েছেন সাকিব আল হাসান।

মাহমুদউল্লাহর নেতৃত্বে দিল্লিতে স্বাগতিকদের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে পেয়েছে ঐতিহাসিক জয়। এ জয় পাহাড় সমান চাপকে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া জয়। নিষেধাজ্ঞার বোঝা মাথায় নিয়ে দেশে টিভির সামনে বসেও সে জয়ের স্বাদ গ্রহণ করেছেন সাকিব আল হাসান।

গতকাল ভারতের বিপক্ষে ৭ উইকেটে পাওয়া জয়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সতীর্থদের জানিয়েছেন অভিনন্দন। চাপের মধ্যে যে এই বড় জয়টি এসেছে, তা ফেসবুকের পোস্টে উল্লেখ করতে ভুল করেননি সাকিব, ‘চাপের মুখে দুর্দান্ত দলীয় পারফরম্যান্স।

অভিনন্দন বাংলাদেশ। তোমরা এই জয়ের মাধ্যমে দেশকে এনে দিয়েছ একটি গৌরবময় মুহূর্ত।’ এর আগেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রামে নিজের দুঃসময় কাটিয়ে ফেরার লড়াইয়ের কথা ঘোষণা করেছেন সাকিব। টি-টোয়েন্টি সিরিজের পরবর্তী ম্যাচ ৭ নভেম্বর রাজকোটে।

Scroll to Top