শাহরুজ রহিম মায়ান এই তো এল সেদিন পৃথিবীতে। তার বয়স এখন দেড় বছর। টিভির পর্দায় যখন কাঙ্ক্ষিত চেহারাটা ভেসে ওঠে, সে ‘বাবা, বাবা’ বলে চিৎকার দিয়ে ওঠে। কালও নিশ্চয়ই উঠেছে। তার বাবা যে দুর্দান্ত এক ইনিংস খেলে স্মরণীয় এক জয় এনে দিয়েছেন বাংলাদেশকে।
কাল দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ভারতকে ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। টি-টোয়েন্টিতে প্রথম জয়, ভারতের মাটিতে ভারতকে প্রথমবারের মতো হারাতে সবচেয়ে বেশি অবদান যাঁর মুশফিকুর রহিম।
কালকের জয় ও অনবদ্য অপরাজিত ৬০ রানের ইনিংসটা মুশফিক উৎসর্গ করেছেন তাঁর শিশুপুত্র মায়ানকে, ‘যদি বলতে বলেন এই জয়, এই ইনিংস আমার ছেলেকে উৎসর্গ করতে চাই। (ঘরের বাইরে এলে) ওকে অনেক মিস করি আমি। ও খুব দ্রুত বেড়ে উঠছে, টিভিতে আমার ছবি দেখে চিনতে পারে, এটা কে। এটা আমার জন্য বিশেষ কিছু। আমি এই ফিফটি ও এই জয় ওকে উৎসর্গ করতে চাই।’
মায়ান এখন বুঝবে না। বড় হয়ে যখন বুঝবে তার বাবা ভারতের বিপক্ষে বাংলাদেশের জয়টা তাকে উৎসর্গ করেছিল, নিশ্চিত অন্যরকম আনন্দ অনুভব করবে সে। উপলব্ধি করবে, এর চেয়ে বড় উপহার আর হতে পারে না!