হঠাৎ করেই দুদকে গিয়েছিলেন সাকিব

আইসিসি এক বছরের জন্য নিষিদ্ধ করায় আপাতত খেলায় মনোযোগ দেওয়ার সুযোগ নেই সাকিব আল হাসানের। এই ফাঁকে আজ হঠাৎ করেই দুর্নীতি দমন কমিশনে (দুদক) গিয়েছিলেন বাংলাদেশের সেরা এ ক্রিকেটার। সকাল সাড়ে ১০টার দিকে দুদকে গিয়েছিলেন তিনি। সেখানে ছিলেন প্রায় আধঘণ্টার মতো। জানাগেছে সৌজন্যসাক্ষাৎ করতে দুদকে গিয়েছিলেন সাকিব।

দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য খবরটি নিশ্চিত করেন।

গত ২৯ অক্টোবর জুয়াড়ির প্রস্তাব গোপন করায় সাকিবকে নিষিদ্ধ করেছে আইসিসি। ভারত সফরে তাই দলের সঙ্গে যেতে পারেননি। প্রণব কুমার জানালেন, সৌজন্য সাক্ষাৎ করতে এসেছিলেন সাকিব। তিনি বলেন, ‘দুদকের শুভেচ্ছাদূত হিসেবে সময় পেলেই আসেন সাকিব। বিশেষ কোনো বিষয়ে আসেননি। সৌজন্য সাক্ষাৎ করতে এসেছিলেন।’ ২০২০ সালের ২৯ অক্টোবর শেষ হবে সাকিবের নিষেধাজ্ঞা।

দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ এবং প্রতিরোধ ও অণুবিভাগের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন সাকিব। সাকিব নিষিদ্ধ হওয়ার পর দুদক চেয়ারম্যান বলেছিলেন, ‘সাকিব কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত হয়নি। দুদক সব সময় তার পাশে আছে।’

এর আগে গত ৩১ অক্টোবর সাকিবকে নিয়ে দুদক চেয়ারম্যান বলেছিলেন, ‘সাকিবকে নিয়ে যে ঘটনা ঘটেছে, তা দুঃখজনক। কিন্তু একই সঙ্গে সে ভুল স্বীকার করেছে, তার মধ্য দিয়ে সে উচ্চ নৈতিকতার পরিচয় দিয়েছে। দুদক যখন চেয়েছে তখনই সাকিব বিনা পয়সায় আমাদের সঙ্গে কাজ করেছে। সে তরুণদের আইডল। আশা করি আগের মতোই আমরা সাকিবকে পাশে পাব।’

Scroll to Top