ফুটবল জগৎ এর সবচেয়ে জনপ্রিয় আর্জেন্টিনা দলে সুপারস্টার লিওনেল মেসি নেই, নেই তারকা সার্জিও আগুয়েরো এবং অ্যাঞ্জেল ডি মারিয়েও। কিন্তু তাতে কী হয়েছে? আর্জেন্টিনার জয় তো থেমে নেই। বরং দুরন্ত গতিতে ছুটছে। আজ ইকুয়েডরের বিপক্ষে ম্যাচে হাফ ডজন গোল করেছে দলটি। এর আগে জার্মানির বিপক্ষে ম্যাচে দুই গোল পিছিয়ে থেকেও ড্র করেছে।
রোববার এস্তাদিও ম্যানুয়েল মার্তিনেজ ভালেরো স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষকে চাপে রাখে আর্জেন্টিনা। আধা ঘণ্টার মধ্যেই আর্জেন্টিনার স্কোর দাঁড়ায় তিন। এর মধ্যে ইকুয়েডরের জন এস্পিওনোসা একটি আত্মঘাতী গোল দেন। বাকি দুটি দিয়েছেন লুকাস অ্যালারিও এবং লিয়েন্দ্রো প্যারাদেস।
দ্বিতীয়ার্থে ব্যবধান দ্বিগুন করে আর্জেন্টাইন ফুটবলাররা। তবে শুরুতে একটি গোল শোধ করেন ইকুয়েডরের আনহেল মিনা।
এরপর ৬৬ মিনিটে চতুর্থ গোল করেন আর্জেন্টিনার জার্মান পেজ্জেল্লা। ৮২ মিনিটে আসে পঞ্চম গোলটি। নিকোলাস ডমিঙ্গেজ গোলটি করেন। মিনিট চারেক পর ইকুয়েডরের কফিনে শেষ পেরেকটি ঠুকেন লুকাস ওকোম্পাস।