গ্রিজম্যান অনুকরণ করেন :মেসিকে

আন্তোনি গ্রিজম্যানের জোড়া গোলে গত রাতে স্প্যানিশ লা-লীগায় বার্সেলোনা ৫-২ ব্যবধানে হারিয়েছে রিয়াল বেটিসকে। গোল দেয়ার ক্ষেত্রে গ্রিজম্যান অনুকরণ করতে চেয়েছিলেন লিওনেল মেসিকে এবং উৎযাপনে বাস্কেটবল তারকা লেব্রন হামেসকে। বার্সার হয়ে রোববারের রাতটি যেন ছিল গ্রিজম্যানের। তার দেয়া জোড়া গোলে কাতালানরা জয় পেয়েছে বড় ব্যবধানে।

ক্যাম্প ন্যুতে নিজের দ্বিতীয় গোল উদযাপনের সময় গ্রিজম্যান বাস্কেটবল সুপার স্টারের লেব্রনের মত হাওয়ায় ভাসতে থাকেন। কর্নার থেকে বাঁকানো শটের গোলটি তিনি করেছেন মেসিকে দেখে।

গ্রীজম্যান বলেন,‘ আমি দেখেছি লিও (মেসি) অনুশীলনের সময় এমনটি করছেন। সুতরাং আমি তাকে অনুকরণ করার চেষ্টা করেছি। আর উৎযাপনের সময় লেব্রনের কার্যক্রম আমার পছন্দ। সেটিও আমি অনুসরণ করার চেষ্টা করেছি।’

এদিন রাতে মেসি সাইডলাইনে বসে থাকায় তারকা দ্যুতি ছড়ান গ্রিজম্যান। কাফ ইনজুরি থেকে ফেরা মেসি এখনো ফিটনেস সম্পূর্ণভাবে ফিরে পাননি। এদিন ম্যাচে বার্সেলোনা যে অসাধারণ দক্ষতা প্রদর্শন করেছে, তাতে গত সপ্তাহে অ্যাথলেটিক বিলবাওয়ের কাছে হারের কারণে সৃষ্ট সন্দেহ একেবারেই চলে গেছে। এই ম্যাচ দিয়ে কোচ আর্নেস্টে ভালভার্দের মেসি নির্ভরতা বা ভবিষ্যতে নেইমারের উপর নির্ভর করার বাসনা অনেকটাই কেটে গেছে।

আগামী সপ্তাহে বার্সার ওসাসুনা সফরের সময় ইনজুরি আক্রান্ত মেসির দলে ফেরার সম্ভাবনা থাকলেও অপর দুই তারকা লুইস সুয়ারেজ ও ওসমানে ডেম্বেলের দীর্ঘ সময় বাইরে কাটাতে হবে। এমন একটি মুহূর্তে গ্রীজম্যানের এই পারফর্মেন্স ছিল সময়োচিত। এর মাধ্যমে প্যারিস সেন্ট জার্মেই থেকে নেইমারকে ফের ফিরিয়ে নিয়ে আসার উদ্যোগেও ভাটা পড়বে।

Scroll to Top