নেইমারের দলবদল মানেই মহানাটকীয়তা। ২০১৭ সালে বার্সেলোনা থেকে তাকে এক রকম জোর করেই ছিনিয়ে নিয়েছিল প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। দুই বছর পর নেইমারকে ফেরানোর চেষ্টা করছে বার্সেলোনা। অবশ্য বল এবার পিএসজির কোর্টে। তারা ২২২ মিলিয়ন ইউরোয় কিনেছিল ব্রাজিলিয়ান সুপারস্টারকে, এখন বিক্রি করতে চায় প্রায় তার সমান অংকে। কিন্তু বার্সা অত নগদ অর্থ দিতে নারাজ। তারা ইভান রাকিতিচ ও ফিলিপ্পে কুতিনহোর সঙ্গে ৮০ মিলিয়ন ইউরোর প্রস্তাব করেছে, যা নাকচ করে দিয়েছে পিএসজি। মঙ্গলবার এ নিয়ে দুই পক্ষের প্রতিনিধিদের বৈঠক অমীমাংসিতভাবে শেষ হয়েছে।
বসে নেই রিয়াল মাদ্রিদও। তারাও নেইমারকে পাওয়ার চেষ্টা করছে। এজন্য নগদ অর্থের পাশাপাশি গ্যারেথ বেল ও হামেশ রদ্রিগেজকে দেয়ার প্রস্তাব ছিল। পিএসজি চেয়েছিল ভিনিসিয়ুস জুনিয়রকে, তবে তরুণ এ স্ট্রাইকারটিকে ছাড়তে চায়নি রিয়াল। রিয়াল কিংবা বার্সা কোনো ক্লাবের প্রস্তাবেই ‘হ্যাঁ’ বলেনি পিএসজি। তবে নেইমারকে রিয়ালের কাছে বিক্রিতেই বেশি আগ্রহ পিএসজির।
পিএসজিতে যোগ দেয়ার পর প্রথম মৌসুমটি দুর্দান্ত গেছে ২৭ বছর বয়সী নেইমারের। যদিও ইনজুরি ছিল নিত্যসঙ্গী। দ্বিতীয় মৌসুমটিও ইনজুরির কারণে কেটেছে চরম হতাশায়। ক্লাবটিও তার পারফরম্যান্স ও আচরণে ক্ষুব্ধ হয়। সর্বশেষে যোগ হয়েছে তার দলবদলের ইস্যু। তিনি পুরনো ক্লাবে ফিরে যাওয়ার আবেদন জানান পিএসজির কাছে। উপায়ান্তর না দেখে পিএসজিও তাকে ছেড়ে দিতে মনস্থির করে। তবে তা কোনোমতেই লোকসান করে নয়। যে অর্থ দিয়ে তাকে কেনা হয়েছে, ঠিক তা-ই ফেরত চায় প্যারিস জায়ান্টরা।
নেইমারের দলবদলের ইস্যু নিয়ে মঙ্গলবার প্যারিসে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছিল দুই ক্লাবের কর্মকর্তারা। বার্সা পরিচালক এরিক আবিদাল ও হাভিয়ের বোর্দাস বৈঠকে অংশ নেন। পিএসজির প্রতিনিধি দলের অন্যতম সদস্য ছিলেন নতুন টেকনিক্যাল ডিরেক্টর লিওনার্দো। কিন্তু এ বৈঠকে কোনো সমাধান আসেনি।
বার্সা হয়তো পিএসজির প্রত্যাশিত ২২২ মিলিয়ন ইউরো পরিশোধ করেই নেইমারকে কিনত। কিন্তু এ মুহূর্তে তাদের নগদ অর্থের খানিকটা সংকট। আয়াক্স থেকে মিডফিল্ডার ফ্রেংকি ডি ইয়ংকে ৭৫ মিলিয়ন ইউরো ও অ্যাতলেটিকো মাদ্রিদ থেকে আতোয়াঁ গ্রিজম্যানকে ১২০ মিলিয়ন ইউরোয় কিনেছে কাতালানরা। এখন তাই ২২২ মিলিয়ন ইউরো খরচ করার সামর্থ্য তাদের নেই। তাই দুই খেলোয়াড়কে ‘বিকল্প’ হিসেবে ব্যবহার করতে চেয়েছে লিওনেল মেসির ক্লাব। কিন্তু প্রস্তাবটি মনঃপূত হচ্ছে না কাতারি মালিকের ক্লাবটির। ইএসপিএনএফসির দাবি, পিএসজি কুতিনহোর সঙ্গে নেলসন সেমেদো ও ১২০ মিলিয়ন ইউরো চায়। প্রস্তাবটি আবার বার্সা মানতে চায় না। দেখা যাক, দলবদলের বাকি ১৮ দিনের মধ্যে ন্যু ক্যাম্পে নাম লেখাতে পারেন কিনা নেইমার।