দীর্ঘ ১৭ বছরের ফুটবল ক্যারিয়ারের ইতি টানলেন নেদারল্যান্ডসের ওয়েসলি স্নেইডার। গেল বছর জাতীয় দল থেকে অবসর নিয়েছিলেন তিনি। এবার সব ধরনের ফুটবলকে বিদায় বললেন তিনি।
অবসর নিয়ে স্নেইডার বলেন, \’দারুণ সব স্মৃতি নিয়ে আমি ফুটবল থেকে অবসরের ঘোষণা দিচ্ছি।
২০০৩ সালে মাত্র ১৯ বছর বয়সে জাতীয় দলের হয়ে অভিষেক হয় স্নেইডারের। ২০১০ বিশ্বকাপের ফাইনালে নেদারল্যান্ডস দলের সদস্য ছিলেন তিনি। ঐ আসরে সিলভার বল জিতেছিলেন ৩৫ বছর বয়সী স্নেইডার। জাতীয় দলের হয়ে ১৩৪ ম্যাচে ৩১ গোল করেছেন স্নেইডার। আয়াক্স, রিয়াল মাদ্রিদ ও ইন্টার মিলানের মত বড় বড় ক্লাবে খেলেছেন তিনি।