নামীদামি ফুটবল খেলোয়াড়দের পছন্দের ক্লাবগুলোর প্রায় সবই ইউরোপে। কিন্তু ইউরোপীয় খোলস থেকে এখন তারা একে একে বেরিয়ে আসার চেষ্টা করছেন। নতুন ইকোনমিক সুপারপাওয়ার চীনকে এক্ষেত্রে অনেকের পছন্দ।
রিয়াল মাদ্রিদের সেনসেশন গ্যারেথ বেলও এখন সে তালিকায় যুক্ত হতে চলেছেন। রেকর্ড পরিমাণ ট্রান্সফার ফি দিয়ে বেলকে দলে ভিড়িয়েছিল রিয়াল। কিন্তু ক্লাব ম্যানেজমেন্টের সঙ্গে বিরোধ সবসময় লেগেই ছিল বেলের। এ ছাড়া নানা ইনজুরিতে আক্রান্ত হয়ে বেশ কয়েকটি ম্যাচ খেলতেই পারেননি তিনি। এর মধ্যে গুঞ্জন ছড়িয়ে পড়ে রিয়াল ছাড়ছেন গ্যারেথ বেল।
ক্লাব ম্যানেজমেন্টের অনেকে চেষ্টা করেছেন তাকে রাখতে। কিন্তু কোচ জিদান বেলকে রাখার পক্ষে নন। অবশেষে বেলকে প্রতি সপ্তাহে ১২ লাখ ৩০ হাজার মার্কিন ডলার (প্রায় ১০ কোটি টাকা) পারিশ্রমিক দিতে রাজি হয়েছে চীনা ক্লাব জিয়াংসু সানিং।
অবশ্য ২০১৩ সালে রেকর্ড পরিমাণ (সাড়ে ১০ কোটি মার্কিন ডলার) পারিশ্রমিকের বিনিময়ে রিয়ালে যোগ দিয়েছিলেন বেল।
ইত্তেফাক