৩১৫ রানের বিশাল লক্ষ্যে খেলতে নেমে শূন্য রানেই ফিরে গেলেন অধিনায়ক তামিম ইকবাল। তার পথ ধরলেন বাকি আরো ১ব্যাটসম্যান।
শুক্রবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় স্বাগতিক শ্রীলংকা। খেলতে নেমে ৫০ ওভারে ৮ উইকেটে ৩১৪ রান করে লঙ্কানরা। এ লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে যায় টাইগাররা।
লাসিথ মালিঙ্গার দুর্দান্ত এক ইয়র্কারে পরিষ্কার বোল্ড হন বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক তামিম ইকবাল। তিনি ফিরে যাওয়ার পর নুয়ান প্রদীপের বলে এলবিডাব্লিউ হন মিঠুন। ২১ বলে ১০ রান করে আউট হন তিনি।
বাংলাদেশ শিবিরে আবারো আঘাত হানেন মালিঙ্গা। তার ইয়র্কারে ২২ বলে ১৫ রান করে বোল্ড হন সৌম্য। দ্রুত রান তাড়া করতে গিয়ে বাংলাদেশের আরেকটি উইকেটের পতন হয়। এবার সাজঘরের পথ ধরেন মাহমুদউল্লাহ। ১০ বলে ৩ রান করে ক্যাচ দেন।
এরপর এক এক করে সাজঘরে ফিরেন সাব্বির রহমান, মোসাদ্দেক ও মেহেদি হাসান।
এ রিপোর্ট লিখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩৮ ওভারে ৯ উইকেটে ২২২রান।