শুরুতেই আভিশকা ফার্নান্দোকে হারিয়ে বসে শ্রীলঙ্কা। তবে শুরুর সেই বিপর্যয় সহজেই কাটিয়ে এগিয়ে যাচ্ছে লঙ্কানরা। প্রথম উইকেট পতনের পর শ্রীলঙ্কার অধিনায়ক দিমুথ করুনারত্ন ও কুসল পেরেরা গড়ে তোলেন ৯৭ রানের জুটি।
এ সময় বাংলাদেশের জন্য একটি উইকেটের খুবই দরকার ছিল। আর সেই কাঙ্ক্ষিত উইকেটটি এনে দেন মেহেদী হাসান মিরাজ। তার বলে মুস্তফিজের হাতে ক্যাচ দিয়ে সাজঘরের পথ ধরেন করুনারত্নে। ফিরে যাওয়ার আগে তিনি করেন ৩৭ বলে ৩৬ রান।
অধিনায়কের বিদায়ের পর শ্রীলঙ্কা আবারো গড়ে তোলে বড় রানের আরেকটি জুটি। এখন পেরেরা ও মেন্ডিসের জুটিতে এগোচ্ছে শ্রীলঙ্কা।
এই জুটি রীতিমত বাংলাদেশের বোলারদের ঘাম ঝড়িয়ে ছাড়ছে। বিশেষ করে কুসল পেরেরা ভোগাচ্ছেন বেশি। ঝড়ো খেলে তিনি ইতোমধ্যে করেছেন ৯২ বলে ১০৮ রান। মেরেছেন বিশাল বিশাল কয়েকটি বাউন্ডারি।
এ রিপোর্ট লেখা পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ ২৯ ওভারে ২ উইকেটে ১৯৭ রান।
তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কার অধিনায়ক দিমুথ করুনারত্নে। কলম্বোতে বাংলাদেশ সময় বেলা ৩টায় খেলা শুরু হয়।
ইত্তেফাক