জাতীয় দল ছেড়ে দেবো : পিকে

স্বাধীন কাতালুনিয়ার পক্ষে অনেক দিন ধরেই সোচ্চার বার্সেলোনা ও স্পেন ডিফেন্ডার জেরার্ড পিকে। আর এই সোচ্চার হওয়া নিয়ে কোনও ঝামেলা হলে বিশ্বকাপের আগেই আন্তর্জাতিক ফুটবল ছেড়ে দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন বার্সা তারকা। লাস পালমাসকে লা লিগায় ৩-০ গোলে হারানোর ম্যাচে পুরো স্টেডিয়ামই ছিল ফাঁকা। আর উত্তেজক এই পরিস্থিতি নিয়ে বার্সা তারকা বললেন এভাবেই, ‘মনে করছি খেলা চালিয়ে যেতে পারবো। তবে বোর্ড যদি মনে করে আমি কোনও ঝামেলা তৈরি করছি। তাহলে পিছিয়ে এসে ২০১৮ সালের আগেই জাতীয় দল ছেড়ে দেবো।’

গত জুনে কাতালুনিয়া কর্তৃপক্ষ ১ অক্টোবর গণভোট আয়োজনের ঘোষণা দেয়। আর এ নিয়ে চলছে সহিংসতা। স্পেন সরকার এ ধরনের গণভোটকে বেআইনি বলে আখ্যা দিয়ে আসছে। ভোটদান নিয়ে পুলিশের বাধা দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে কমপক্ষে ৮০০ জন আহত হয়েছেন। আর এই অবস্থাকে মেনে নিতে পারছেন না পিকে, ‘স্পেনের অনেকেই আছে যারা চলমান পরিস্থিতি নিয়ে একমত নন। তারা গণতন্ত্রেই বিশ্বাস করেন।’

প্রায় ৭৫ লাখ জনসংখ্যা কাতালুনিয়া অঞ্চলের। উত্তর-পূর্বাঞ্চলে অবস্থান করা এই অংশের নিজস্ব ভাসা ও সংস্কৃতি রয়েছে। যার রাজধানী বার্সেলোনা। এই অঞ্চলে ব্যাপক মাত্রায় স্বায়ত্তশাসন বিরাজ করলেও স্প্যানিশ সংবিধান অনুসারে আলাদা দেশ হিসেবে স্বীকৃতি পায় না।–বিবিসি।

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, ০২ অক্টোবর ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/এসএফ

 

Scroll to Top