রিয়াল মাদ্রিদের প্রাক মৌসুম আজই শুরু হলো বলা চলে। এত দিন অনুশীলনে ব্যস্ত থাকলেও আজই প্রথম প্রস্তুতি ম্যাচ খেলতে নেমেছে তারা। বায়ার্ন মিউনিখের বিপক্ষে ৬০ হাজার দর্শকের সামনে মৌসুমের প্রথম ম্যাচে তেমন ভালো ফল আসেনি। জিনেদিন জিদানের দল হেরে গেছে ৩-১ ব্যবধানে। তবে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে জিদানের এক বাক্যে ওসব ভুলেই যেতে বসেছেন সবাই।
জিদান আজ সোজাসাপ্টা বলে দিয়েছেন গ্যারেথ বেলকে তার প্রয়োজন নেই। ওয়েলশ উইঙ্গারকে যত দ্রুত সম্ভব বিক্রি করে দেওয়ার চেষ্টার কথাও অকপটে স্বীকার করে নিয়েছেন। পারলে নাকি আজই বিক্রি করে দেবেন বেলকে! এমন কথাবার্তা স্বভাবতই ভালো লাগেনি বেলের এজেন্টের। জোনাথন বার্নেটও পরিষ্কার বলে দিয়েছেন জিদান একজন ফালতু লোক।
বেলকে নিয়ে রিয়াল যে বিপদে আছে, এটা নতুন খবর নয়। তবে প্রাক মৌসুমে তাঁর অন্তর্ভুক্তি ও অনুশীলনে স্বতঃস্ফূর্ত আচরণে নতুন আশা খুঁজে পেয়েছিলেন অনেকে। কিন্তু আজ বায়ার্ন মিউনিখের বিপক্ষে ২২ জন খেলোয়াড় সুযোগ পেলেও জায়গা হয়নি বেলের। এরপরই সংবাদ সম্মেলনে ওভাবে বোমা ফাটিয়েছেন জিদান। এ নিয়ে বেল কোনো কথা বলেননি, তবে তাঁর এজেন্ট বার্নেট চুপ থাকেননি। সরাসরি জিদানকে আক্রমণ করেছেন, ‘জিদান ফালতু লোক, রিয়াল মাদ্রিদের হয়ে এত কিছু করেছেন এমন একজনের ব্যাপারে এভাবে কথা বলছেন! আর বেল যদি রিয়াল ছাড়ে, তাহলে সে যাবে নিজের ভালোর জন্য। জিদান তাকে বের করে দিচ্ছে এ কারণে নয়।’
বার্নেট যা-ই বলুন না কেন ইএসপিএনের কাছে এমন ক্ষোভ ঝাড়ার পর বেলের যে আর রিয়ালে থাকা হচ্ছে না, সেটা নিশ্চিত। আজ সকালেই তো সবার ভালোর জন্য বেলকে ছেড়ে দেওয়ার কথা বলে দিয়েছেন জিদান, ‘বেল খেলেনি কারণ সে শিগগিরই ক্লাব ছাড়বে। সেটি কালকে হয় কি না জানি না, হলেই ভালো। আমরাও আশা করি, সে দ্রুতই ক্লাব ছাড়ুক। সেটি সবার জন্যই ভালো। ক্লাব এ ব্যাপারে অন্য ক্লাবের সঙ্গে যোগাযোগ করছে।’ কোন ক্লাবে যাচ্ছেন বেল, সেটা জানতে চাওয়া হয়েছিল বার্নেটের কাছে। তখনই এমন ক্ষোভ ঝেড়েছেন এই এজেন্ট।
জিদানের কাছেও জানতে চাওয়া হয়েছিল কোথায় যাচ্ছেন বেল। কারণ চারটি দলের সঙ্গে বেলের দলবদলের গুঞ্জন চলছে। টটেনহাম, ম্যানচেস্টার ইউনাইটেড, বায়ার্ন ও ইন্টার মিলানের মধ্যে কার সঙ্গে রিয়াল আলোচনায় বসছে সেটা জানার আগ্রহ ছিল সাংবাদিকদের। এ ব্যাপারে জিদান অবশ্য সরাসরি কিছু বলেননি, ‘পরিস্থিতি বদলাবে এবং এটা সবার জন্যই ভালো। ওর বিপক্ষে আমার ব্যক্তিগত কোনো রোষ নেই। কিছু সময় আসে, যখন বদল আনাটা জরুরি। তখন সে সিদ্ধান্ত নিতেই হয়। এখানে সেটাই হচ্ছে। সবাই পরিস্থিতির কথা জানে এবং সেটা বদলাবে। আমি জানি না সেটা ২৪ না ৪৮ ঘণ্টার মধ্যে হবে। তবে পরিস্থিতি বদলাবে এবং সেটা সবার ভালোর জন্য। সবকিছুই এভাবে হয়।’
গত মৌসুমের বাজে পারফরম্যান্স থেকে রিয়ালকে নিয়ে ঘুরে দাঁড়াতে চান জিদান। ক্লাবের ভবিষ্যতের কথা ভেবেই বেলকে পরিকল্পনায় রাখেননি জিদান, ‘আমি ক্লাবের সঙ্গে কথা বলেছি, আমাদের একটা সিদ্ধান্ত নিতেই হতো। এ সিদ্ধান্ত কোচ ও খেলোয়াড় মিলেই নিয়েছে, দেখা যাক কী হয়।’