কোহলিতেই আস্থা ভারতের

বিরাট কোহলিকে সরিয়ে নাকি সীমিত ওভারের অধিনায়কত্ব দেওয়া হবে রোহিত শর্মাকে। বিশ্বকাপ শেষ হওয়ার পর থেকেই এমন একটা গুঞ্জন ছিল। যদিও, সেই গুঞ্জনের আগুনে পানি ঢেলে দিল ভারতীয় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বোর্ড অব কনট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। সংস্থাটি সাফ জানিয়ে দিয়েছে আসছে ওয়েস্ট ইন্ডিজ সফরে তিন ফরম্যাটেই ভারতকে নেতৃত্ব দেবেন বিরাট কোহলি।

আগামীকাল, রবিবার ক্যারিবিয়ানে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করবে বিসিসিআইয়ের নির্বাচক কমিটি। বিসিসিআইয়ের এক মুখপাত্র বলেছেন, ‘অনেকদিন হলো এই ইস্যুতে অনেক আজেবাজে আলোচনা হচ্ছে। রবিবারই আমরা সেসব আলোচনায় লাগাম টেনে দিবো।’

বিশ্বকাপে ভারত সেমিফাইনাল থেকে বিদায় দিয়েছে, সেটাও আবার নিউজিল্যান্ডের বিপক্ষে হেরে। আবার এই আসর চলাকালেই নাকি রোহিত শর্মার সাথে দ্বন্দ্বে জড়িয়েছিলেন কোহলি। এসবের জের ধরে কোহলিকে সরানোর একটা আলোচনা ছিল। কিন্তু, বিসিসিআইয়ের বক্তব্যের পর সেই আলোচনা এখন অতীত।

ভারতে দ্বৈত অধিনায়কত্বের থিওরি কখনোই খুব একটা সফল হয়নি। ২০০৭ সালের নভেম্বর থেকে ২০০৮ সালের অক্টোবর পর্যন্ত ভারতের টেস্ট দলের অধিনায়ক ছিলেন অনিল কুম্বলে। ওই সময় ওয়ানডে ও টি-টোয়েন্টির দায়িত্ব সামলেছেন মহেন্দ্র সিং ধোনি। পরে ধোনিকেই তিন ফরম্যাটের দায়িত্ব দিয়ে দেওয়া হয়।

ধোনি টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোর পর আবারো দ্বৈত অধিনায়ক ফর্মুলায় বাধ্য হয়েই ফিরতে হয় ভারতকে। ২০১৫ সালের জানুয়ারি থেকে ২০১৭ সালের জানুয়ারি – এই দু’বছর কোহলি তাই কেবল টেস্টের নেতৃত্ব দিয়েছেন। এরপর তিনি তিন ফরম্যাটেরই দায়িত্ব পেয়ে যান।

তবে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের পরই কোচ খোঁজার মিশনে নামবে ভারত। আপাতত হেড কোচ রবি শাস্ত্রী, বোলিং কোচ ভারত অরুণ, ব্যাটিং কোচ সঞ্জয় ব্যাঙ্গার ও ফিল্ডিং কোচ এস. শ্রীধরের মেয়াদ ৪৫ দিন বাড়ানো হয়েছে ওয়েস্ট ইন্ডিজ সফরকে সামনে রেখে। সিরিজ চলবে আগামী তিন আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত। ভারত নিজেদের মাটিতে আগামী ১৫ সেপ্টেম্বর থেকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ শুরু করবে। এর আগেই নতুন কোচের নিয়োগ পেয়ে যাওয়ার কথা।

রবিবার নির্বাচক কমিটির পাঁচ সদস্যের সাথে দল নিয়ে আলাপ করতে বৈঠকে বসবেন বিরাট কোহলি। ওই বৈঠকেই ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দল চূড়ান্ত হবে। এই সিরিজের জন্য শীর্ষ অনেক ক্রিকেটারকেই বিশ্রাম দিতে পারে বিসিসিআই। এর মধ্যে পেসত্রয়ী জাসপ্রিত বুমরাহ, ভূবনেশ্বর কুমার ও মোহাম্মদ শামিও আছেন। শিখর ধাওয়ান ও পৃথ্বীশ এই সফরের জন্য বিবেচিত হবেন না, কারণ তারা এখনো ইনজুরি কাটিয়ে পুরো ফিটনেস ফিরে পাননি।

ভারতীয় ‘এ’ দল এখন ওয়েস্ট ইন্ডিজ সফরে আছে। সেই দলে থাকা নবদ্বীপ সাইনি, খলিল আহমেদ, ক্রুনাল পান্ডিয়া, মানিশ পান্ডে, শ্রেয়াস আইয়ার ও শুভমান গিলরা তাই জাতীয় দলে সুযোগ পেতে পারেন।

Scroll to Top