বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্জ। বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায় বার্মিংহামের এজবাস্টনে খেলাটি শুরু হবে।
লীগ পর্বে অস্ট্রেলিয়া যতটা সহজে প্রথম সেমির টিকিট নিশ্চিত করেছিল, তার তুলনায় স্বাগতিকদের বেশ কাঠখড় পোড়াতে হয়েছে। তবে, শেষ দুই ম্যাচে জয় পাওয়ায় সেমিফাইনালে চ্যালেঞ্জটা নিতে যে প্রস্তুত তা বলাই যায়।
ম্যাচটি ইংল্যান্ডের জন্য বেশ গুরুত্বপূর্ণ। তিনবারের রানার্সআপরা ২৭ বছর পর সেমির টিকিট পেয়েছে। ১৯৯২ আসরের পর বিশ্বকাপের কোন আসরে অজিদের হারাতে পারেনি ইংলিশরা।
চলতি আসরেও ৬৪ রানে জয় পায় অস্ট্রেলিয়া। তাই আজ জিততে পারলে দীর্ঘ বন্ধ্যত্ব কাটবে মরগানদের।
অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ১২টি ওয়ানডের ১০টিই জিতেছে ইংল্যান্ড। আজ যেখানে খেলা সেই এজবাস্টনে ১৯৯৩ সালের পর কোনো ওয়ানডে জেতেনি অস্ট্রেলিয়া।