বিশ্বকাপের স্বপ্ন শেষ ভারতের। সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে ১৮ রানে হেরে গেল কোহলির দল। বুধবার ম্যানচেস্টারে হলো ভারতের বিশ্বকাপ অভিযানের পরিসমাপ্তি।
ম্যাচ শেষে এই হারের ব্যাখ্যা দিতে হয়েছে অধিনায়ক বিরাট কোহলিকে। তিনি জানালেন, ভারতীয় খেলোয়াড়দের খারাপ শট নির্বাচনে তিনি হতাশ। তার মতে, ৪৫ মিনিটের খেলাটিই তাদের ছিটকে দিয়েছে।
কোহলি বলেন, ‘এটা সব সময়ই খারাপ ব্যাপার, যখন আপনি গোটা প্রতিযোগিতায় ভাল খেললেন, কিন্তু ৪৫ মিনিটের খারাপ ক্রিকেট আপনাকে ছিটকে দিল। ওই সময়টুকুতে নিউজিল্যান্ড আমাদের আরও চাপে ফেলে দিল।’
ভারতের অধিনায়ক আরো বলেন, ‘আমার মনে হয়, আমাদের শট নির্বাচন আরো ভাল হতে পারত। এছাড়া আমরা অত্যন্ত ভাল ক্রিকেট খেলেছি। পুরো প্রতিযোগিতা জুড়ে আমরা যেমন লড়াই করেছি, তার জন্য সত্যিই গর্বিত। আমি বলেই ছিলাম, নকআউটে যে কেউ জিততে পারে।’
খেলার শুরুতে ৫ রান তুলতেই ৩ উইকেট হারানোয় দুঃখ প্রকাশ করেন কোহলি। তবে দলের হাল ধরে লড়াই চালিয়ে যাওয়ায় রবীন্দ্র জাদেজার প্রশংসা করেন।
তিনি বলেন, ‘নিউজিল্যান্ডের বোলারদের কৃতিত্ব দিতে হবে। ওরা সত্যিই নতুন বলে ভাল করেছে এবং সঠিক জায়গায় বল ফেলেছে। আমি মনে করি, ওরা নিজেদের প্রতিভার প্রদর্শন করেছে দারুণভাবে। জাদেজাও দুটো ম্যাচ খুব ভাল খেলল। ওর আজকের পারফরম্যান্স খুবই ভালো ছিল।’