আজ থেকে তিন সপ্তাহ আগেও ধারণা করা হয়েছিল, ৩০ জুন ভারত-ইংল্যান্ডের ম্যাচটি হতে পারে শীর্ষস্থান রক্ষার লড়াই। ভারত ঠিক পথে থাকলেও ইংল্যান্ড পথ হারিয়েছে কিছুটা। ভারতের বিপক্ষে ইংল্যান্ডের আজকের ম্যাচটি যে অনেকটা বাঁচা-মরার লড়াই। হারলেই সেমির আশা অনেকটা ফিকে হয়ে যাবে ইংলিশদের। এমন সমীকরণ মাথায় নিয়েই বার্মিংহামের এজবাস্টনে ভারতের বিপক্ষে মাঠে নেমেছে ইংল্যান্ড। টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ইংলিশ অধিনায়ক এডইন মরগান।
স্বাগতিক ইংল্যান্ডের বিশ্বকাপের সূচনা টা ভালো হলেও শেষেরদিকে এসে অস্ট্রেলিয়া আর শ্রীলংকার কাছে পরপর দুই ম্যাচে হেরে বসে ইংলিশরা। এতেই সেরা চারে যাওয়া হুমকির মুখে পড়ে যায় তাদের। তবে আজকে ভারতের বিপক্ষে জয় পেলে শঙ্কা অনেকখানি কেটে যাবে। আপাতত সাত ম্যাচে আট পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে আছে মরগান বাহিনী।
অন্যদিকে চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত একমাত্র অপরাজিত দল ভারত। এখন পর্যন্ত ছয় ম্যাচ খেলে পাঁচটিতেই জিতেছে ভারতীয়রা। তাদের একটি ম্যাচ অবশ্য বৃষ্টিতে ভেসে গেছে। ছয় ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় দুই নম্বরে রয়েছে কোহলি বাহিনী।
ভারত আজ গেরুয়া জার্সিতে মাঠে নেমেছে। একাদশে একটি পরিবর্তন এনেছে ভারতীয় শিবির। বিজয় শংকরের পরিবর্তে মাঠে দেখা যাবে রিশাব পান্তেকে। অন্যদিকে ইংল্যান্ডের একাদশেও মইন আলীর পরিবর্তে ফিরছেন লিয়াম প্ল্যাংকেট। এছাড়া চোট কাটিয়ে আজ একাদশে ফিরেছেন ইংলিশ ওপেনার জেসন রয়।
ভারত একাদশ: রোহিত শর্মা, লোকেশ রাহুল, বিরাট কোহলি (অধিনায়ক), রিশাব পান্ত, কেদার যাদব, মহেন্দ্রসিং ধোনি (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, মোহাম্মদ শামি, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, জাসপ্রিত বুমরাহ।
ইংল্যান্ড একাদশ: জেসন রয়, জনি বেয়ারস্টো, জো রুট, এডইন মরগান ( অধিনায়ক), বেন স্টোকস, জস বাটলার (উইকেটরক্ষক), ক্রিস ওকস, আদিল রশিদ, লিয়াম প্ল্যাংকেট, জোফরা আর্চার, মার্ক উড।
লেটেস্টবিডিনিউজ/কেএস