ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। ৩০ বছর বয়সী এই ক্রিকেটারের প্রয়োজন ছিলো ৩৭ রান। আর এই রান করেই গড়ে ফেললেন নতুন এক রেকর্ড। হলেন আন্তর্জাতিক ক্রিকেটে ২০ হাজার রানের মালিক।
বিশ্বকাপে ভারত আজ মুখোমুখি – ওয়েস্ট ইন্ডিজের। আর এই ম্যাচে ৩৭ রান করেই ১২তম ক্রিকেটার হিসেবে ২০ হাজার রানের মালিক হলেন তিনি। আর হলেন দ্রুততম ২০ হাজার রানের মালিক। ক্যারিয়ারে ২০ হাজার রান পূর্ণ করতে শচীন টেন্ডুলকার এবং ব্রায়ান লারা উভয়কে খেলতে হয়েছিলো ৪৫৩ ইনিংস।
যেখানে বিরাট কোহলি আজকের ম্যাচ সহ আন্তর্জাতিক ম্যাচ খেলছেন ৪১৭টি। আর আন্তর্জাতিক ক্রিকেটে শচীন টেন্ডুলকার এখন পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রাহক। করেছেন ৩৪ হাজার ৩৫৭ রান।
লেটেস্টবিডিনিউজ/এসকেবি