ইংল্যান্ডের লর্ডসে রবিবার (২৩ জুন) পাকিস্তানের কাছে ৪৯ রানে হেরেছে দক্ষিণ আফ্রিকা। এতে বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত গেছে প্রোটিয়াদের।
ম্যাচ শেষে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ডু প্লেসি বলেন, ‘আমরা ভালো ক্রিকেট খেলতে পারিনি। আমরা ভালো বল করতে পারিনি। পুরো টুর্নামেন্টেই তা হয়েছে। কিন্তু আজ আমরা শুরু করেছি দুর্বলভাবে। ব্যাটিংয়েও আমরা ভুল করেছি। আমাদের শুরুটা ভাল করার দরকার ছিল।’
প্রোটিয়া দলপতি আরো বলেন, ‘আমরা কঠোর পরিশ্রম করেছি অনুশীলনে। কিন্তু খেলায় আত্মবিশ্বাস অনেক বড় বিষয়।’
তবে দুর্দান্ত পারফম্যান্সের জন্য তাহিরের প্রশংসায় তিনি বলেন, ‘ইমরান তাহির অনবদ্য। তাকে স্বীকার করতে হবে। সে আক্রমণে নেতৃত্ব দিয়েছে এবং পুরো টুর্নামেন্ট জুড়ে ধারাবাহিক ছিল। কিন্তু তার মতো দলের অন্যরা জ্বলে উঠতে পারেনি।’
বিশ্বকাপ থেকে বিদায় প্রসঙ্গে ডু প্লেসি বলেন, ‘এই মুহূর্তে সবচেয়ে বড় হতাশা হচ্ছে আমরা নিজেদের সামর্থ্য প্রমাণ করতে ব্যর্থ হয়েছি। আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী ক্রিকেট খেলতে পারিনি। আমার জন্য যা অত্যন্ত হতাশার।’
লেটেস্টবিডিনিউজ/এনপিবি