২০১৯ বিশ্বকাপে খেলতে এসে সাকিব যেনো ক্যারিয়ারের সেরা সময় কাটাচ্ছেন। চার ম্যাচ খেলে ব্যাট হাতে দুটিতে শতক, দুটিতে অর্ধশতক আর বল হাতে পাঁচ উইকেট। বিশ্ব মিডিয়ায় তাই সাকিব ভাসছেন প্রশংসার বন্যায়। বর্তমান এবং সাবেক, অনেক খেলোয়াড়ই মুগ্ধ হচ্ছেন সাকিবের এমন অবিশ্বাস্য পারফরম্যান্সে। এবার সেই তালিকায় যুক্ত হলেন সাবেক ইংলিশ খেলোয়াড় ও বর্তমান সময়ের স্বনামধন্য ক্রিকেট ধারাভাষ্যকার মার্ক নিকোলাস। জানালেন সাকিবকে নিয়ে তার মুগ্ধতার কথা।
ক্রিকেট বিষয়ক গণমাধ্যম ইএসপিএন ক্রিকইনফোতে এক কলামে দুরন্ত সাকিবের বর্ণনা করতে যেয়ে মার্ক নিকোলাস বলেন, ‘তার হার না মানা শতকে ছিলো কাট শটের মাস্টারক্লাস। কোন রিস্ক না নিয়েও যে বড় রান করা যায় তার একটা শিক্ষা ছিলো তার ইনিংসে।’ সাকিবের অলরাউন্ডার পারফরম্যান্সের কথা বলতেও ভোলেননি নিকোলাস, ‘আমাদের স্মরণে যতদূর আসে, সাকিবই র্যাংকিংয়ে ১ নম্বর অলরাউন্ডার হিসাবে থাকে।’
এর পরেই সাকিবকে শ্রদ্ধা জানাতে গিয়ে বলেন, ‘তিনি যদি ইংরেজ হতেন, ‘নাইটহুড’ উপাধি প্রাপ্তি যেনো সময়ের ব্যাপার মাত্র’।
যুক্তরাজ্যের রাণীর দেওয়া অন্যতম সর্বোচ্চ সম্মানজনক উপাধি ‘নাইটহুড’। সাকিব যদি সত্যি সত্যি ইংল্যান্ডের হয়ে খেলতেন, এই উপাধি পাওয়ার পর সাকিবের নামের আগে স্যার শব্দটি যুক্ত হতো!
লেটেস্টবিডিনিউজ/এসকেবি