বিশ্বকাপ শুরু আগে প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছিল ভারত। তবে সেই ম্যাচের কথা নিশ্চিত ভুলে যেতে চাইবে ভারতীয় শিবির। কেননা কিউইদের কাছে ৬ উইকেটের হারে সেদিন ভারত অলআউট হয়েছিল মাত্র ১৭৯ রান। নিউজিল্যান্ডের পেসারদের তোপে ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল কোহলি-ধোনিরা।
আজ (বৃহস্পতিবার) অবশ্য আর প্রস্তুতি ম্যাচ নয়; গুরুত্বপূর্ণ ম্যাচেই লড়বে এ দু\’দল। আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে সবশেষ ১০ দেখায় জয়ের দিক দিয়ে ভারত এগিয়ে থাকলেও এবারের বিশ্বকাপের পয়েন্ট টেবিলের শীর্ষস্থান শুরু থেকেই নিজেদের দখলে রেখেছে নিউজিল্যান্ড। তবে দুর্দান্ত ফর্মে থাকা ভারত যদি ম্যাচটি আজের ম্যাচটি জিতে নেয় তবে হারের সঙ্গে সঙ্গে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানও খোয়াতে পারে কেন উইলিয়ামসনের দল।
সাম্প্রতিক পারফরম্যান্সও সায় দিচ্ছে ভারতীয়দের। গত জানুয়ারি-ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ডকে তাদেরই মাটিতে ওয়ানডে সিরিজে ৪-১ ব্যবধানে হারিয়েছিল ভারত। এ ছাড়াও সবশেষ ১০ দেখায় টিম ইন্ডিয়ার জয় ৭ ম্যাচে। সুতরাং, মনস্তাত্ত্বিকভাবে ব্ল্যাকক্যাপদের চেয়ে খানিকটা এগিয়ে থেকেই নটিংহ্যামে খেলতে নামবে বিরাট কোহলি এন্ড কো.।
চলুন এবার এক নজরে এ দুই দলের ওয়ানডে ক্রিকেটে মুখোমুখি লড়াইয়ের কিছু পরিসংখ্যান জেনে নেয়া যাক :
১. ওয়ানডেতে এখন পর্যন্ত ১০৬বার মুখোমুখি লড়াই হয়েছে ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে। জয়ে এগিয়ে ভারত। তাদের ৫৫ জয়ের বিপরীতে নিউজিল্যান্ডের জয় ৪৫ ম্যাচে। বাকি ৬ ম্যাচের ১টি টাই এবং ৫টি পরিত্যক্ত।
২. বিশ্বকাপের জয়ের দিক থেকে ভারতের চেয়ে অবশ্য এগিয়ে নিউজিল্যান্ড। পরস্পরের ৭ দেখায় ভারতের জয় যেখানে ৩ ম্যাচে, সেখানে ব্ল্যাকক্যাপসের জয় ৪ ম্যাচে।
৩. দলীয় সর্বোচ্চ
– ভারত : ৩৯২/৪, ক্রাইস্টচার্চ, ২০০৯
– নিউজিল্যান্ড : ৩৪৯/৯, রাজকোট, ১৯৯৯
৪. দলীয় সর্বনিম্ন
– ভারত : ৮৮/১০, ডাম্বুলা, ২০১০
– নিউজিল্যান্ড : ৭৯/১০, বিশাখাপত্তম, ২০১৬
৫. সর্বোচ্চ রান
শচীন টেন্ডুলকার (ভারত)- ১৭৫০ রান
নাথান অ্যাস্টল (নিউজিল্যান্ড)- ১২০৭ রান
৬. সর্বোচ্চ উইকেট
জাভাগাল শ্রীনাথ (ভারত)- ৫১ উইকেট
কাইল মিলস (নিউজিল্যান্ড)- ৩২ উইকেট
লেটেস্টবিডিনিউজ/এসকেবি