বিশ্বচ্যাম্পিয়নদের হারিয়ে অঘটনের জন্ম দিল তুরস্ক

ইউরো বাছাইপর্বের ম্যাচে শনিবার বাংলাদেশ সময় রাতে বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে অঘটনের জন্ম দিল তুরস্ক।
ঘরের মাঠে প্রথমার্ধে কাই আইহানের গোলে তুরস্ক এগিয়ে যায়। পরে ম্যাচে ফিরতে জোর চেষ্টা চালায় ফ্রান্স। কিন্তু কাঙ্ক্ষিত জালের দেখা পায়নি দলটি। উল্টো প্রথমার্ধের শেষের দিকে জেনগিস উনদারের গোলে তুর্কির দুর্দান্ত জয়ই নিশ্চিত হয়।
\"\"

এরআগে ম্যাচের ৩০তম মিনিটে উনদারের ফ্রি-কিক গোলমুখে হেডে বাড়ান মার্টিন ডেমিরাল। গোলপোস্টের কাছ থেকে আরেকটি দারুণ হেডে জাল খুঁজে নেন আইহান। সেই রেশ থাকতে থাকতেই ম্যাচের ৪০তম মিনিটে ফের উৎসবে মেতে ওঠে তুরস্ক। পল পগবার ভুলে বল পেয়ে যান বুরাক ইলমাজ। তিনি পাস বাড়ান ডরুকান তোকাজের কাছে। সেই পাস ধরে দারুণ ফিনিশিংয়ে লক্ষ্যভেদ করেন উনদার।

\"\"
দ্বিতীয়ার্ধের শুরু থেকে ব্যবধান কমিয়ে ম্যাচের লাগাম নিজেদের হাতে নিতে জোর চেষ্টা চালায় ফ্রান্স। এজন্য বেশ কয়েকটি দুর্দান্ত আক্রমণও করে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। কিন তাতে সফল হয়নি দিদিয়ের দেশমের দল। ফলে পরাজয়ের হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয় ফ্রান্সকে।

এ জয়ে ‘এইচ’ গ্রুপের ৩ ম্যাচ শেষে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে তুরস্ক। অন্যদিকে ৬ পয়েন্ট নিয়ে তিনে নেমে গেছে ফ্রান্স। মঙ্গলবার অ্যান্ডোরার মুখোমুখি হবে দলটি। একইদিনে আইসল্যান্ডের বিপক্ষে লড়বে তুরস্ক।

লেটেস্টবিডিনিউজ/এনপিবি

Scroll to Top