নেইমারের জোড়া গোল; পিএসজির বড় জয়

নেইমারের জোড়া গোলে লিগ লিগ ওয়ানের ম্যাচে বর্দুকে উড়িয়ে দিলো প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। গতরাতে অনুষ্ঠিত ম্যাচে পিএসজি ৬-০ গোলে হারায় বর্দুকে।

কাভানির সঙ্গে চলমান দ্বন্দ্বের মাঝে এমন পারফরম্যান্স করে আবারও নিজের জাত চেনালেন এই ব্রাজিল সুপারস্টার। যদিও কাভানিও এই জয়ে একটি গোলের মালিক।

নিজেদের চেনা পরিবেশে ম্যাচের ৩ মিনিটেই নেইমারের গোলে এগিয়ে যায় পিএসজি। এরপর আরো চার গোলের স্বাদ নিয়ে ৫-০ ব্যবধানে এগিয়ে প্রথমার্ধ শেষ করে স্বাগতিকরা। গোলগুলো করেন এডিসন কাভানি, থমাস মিউনিয়ার, জুলিয়ান ড্র্যাক্সলার ও নেইমার। আর দ্বিতীয়ার্ধে পিএসজির হয়ে একমাত্র গোলটি করেন কাইলিয়ান এমবাপ্পে। ম্যাচ শেষে বড় জয় নিয়েই মাঠ ছাড়ে পিএসজি।

বর্দুর দুটি গোল শুধুমাত্র হারের ব্যবধানই কমাতে পেরেছে। এই জয়ে ৮ খেলায় ৭ জয়ে ২২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে পিএসজি। ২২২ মিলিয়ন তাহলে নিশ্চয়ই ভুল ছিল না?

বাংলাদেশ সময়: ১৪০৬ ঘণ্টা, ০১ অক্টোবর, ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/নীল

Scroll to Top