টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

ওভালের আকাশে মেঘের আনাগোনা পুরো ম্যাচ জুড়েই থাকবে বলে পূর্বাভাস। মঙ্গলবার এখানে বৃষ্টি হয়েছে। বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ হবে নতুন উইকেটে। বৃষ্টি এবং মেঘের কারণে উইকেট তাই রূপ বদলাতে পারে। টস জয়ী নিউজিল্যান্ড অধিনায়কে তাই বোলিং নিতে ভাবতে হয়নি।

আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ এবং নিউজিল্যান্ড নিয়মিত দ্বিপাক্ষিক সিরিজের প্রতিপক্ষ। জিম্বাবুয়ে বাদ দিয়ে ২০১৫ বিশ্বকাপের পরে শ্রীলংকা এবং ওয়েস্ট ইন্ডিজের পরেই কিউইদের বিপক্ষে বেশি ম্যাচ খেলেছে বাংলাদেশ। বৈশ্বিক আসরেও দু\’দল মুখোমুখি হচ্ছে নিয়মিত।

২০১৫ বিশ্বকাপে কিউইদের বিপক্ষে দারুণ ক্রিকেট খেলে বাংলাদেশ। প্রথমে ব্যাট করে ২৮৮ রান তোলে। মাত্র ৩ উইকেটে জয় পায় কিউইরা। তবে তাদের নাড়িয়ে দিয়েছিলেন সাকিবরা। ২০১৬ টি-২০ বিশ্বকাপেও কিউইদের মুস্তাফিজ তার টি-২০ ক্যারিয়ার সেরা বোলিংয়ে ধসিয়ে দেয় বাংলাদেশ। যদিও ১৪৬ রান তাড়া করতে নেমে একশ\’র বেশ নিচেই অলআউট হয় বাংলাদেশ। ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফিতে সেই খরা কাটে টাইগারদের। আগের বৈশ্বিক আসরের ম্যাচ তাই ভালো লড়াইয়ের আভাস দেয় এ ম্যাচেও।

বাংলাদেশের একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফ উদ্দিন, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), মুস্তাফিজুর রহমান।

লেটেস্টবিডি নিউজ/কেএনবিপি

Scroll to Top