ঈদের আগে দেশবাসীকেব আরেক \’ঈদ উপহার\’ দিল টাইগাররা

এতকাল ‘ঈদের’ আগে বাঙ্গালীর বিশ্বকাপ ভাগ্যটা ভাল ছিল না। ২০০৩ সালের বিশ্বকাপে ঠিক ঈদ উল আজহার আগের রাতে দক্ষিণ আফ্রিকার ডারবানে বিশ্বকাপের প্রথম ম্যাচে আইসিসির সহযোগী সদস্য দেশ কানাডার কাছে অপ্রত্যাশিত হারে ঈদ আনন্দ মাটি হয়ে গিয়েছিল বাঙালির।

খালেদ মাসুদ পাইলট, হাবিবুল বাশার, খালেদ মাহমুদ সুজন, অলক কাপালি, আল শাহরিয়ার রোকন আর মাশরাফি বিন মর্তুজারা মনের দুঃখে ঈদের নামাজ না পড়ে ডারবান ছেড়ে চলে গিয়েছিলেন পরের ম্যাচের ভেন্যুতে ভেন্যুতে।

তবে এবার মানে আজ ঘটলো উল্টো ঘটনা। বিশ্বকাপের প্রথম ম্যাচে অন্যতম ফেবারিট দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ঈদ উল ফিতর বা রোজার ঈদের আনন্দকে দ্বিগুণ করলো মাশরাফির দল।

চাঁদ দেখার ওপর নির্ভর করছে কবে হবে রোজার ঈদ। সম্ভাব্য ৫ বা ৬ মে’তে হবে সেটি। তবে তার আগেই বিশ্বকাপ ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ে ঈদের আনন্দ পেলো দেশবাসী। এ যেন ঈদের আগে আরেকটি ঈদ।

কেনিংটন ওভালে প্রোটিয়াদের বিপক্ষে ২১ রানের জয়ে বিশ্বকাপের শুভ সূচনা করেছে বাংলাদেশ দল। সাকিব আল হাসান ও মুশফিকুর রহীমের হাফসেঞ্চুরিতে নিজেদের ইতিহাসের সর্বোচ্চ ৩৩০ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। পরে দক্ষিণ আফ্রিকাকে ৩০৯ রানে আটকে রেখে জয় তুলে নেয় মাশরাফি বাহিনী।

লেটেস্টবিডিনিউজ/এসকেবি

Scroll to Top