লিভারপুলের ষষ্ঠ না টটেনহ্যামের প্রথম

গত তিন মৌসুমেই চ্যাম্পিয়ন্স লীগ জিতেছে রিয়াল মাদ্রিদ। এবার তাদের শহরেই আসরের ফাইনাল। অথচ, রিয়াল এখানে কেবল দর্শকের ভূমিকায়। আজ সান্তিয়াগো বার্নাব্যুতে ইউরোপিয়ান ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্বের ট্রফিটা উঠবে লিভারপুল না হয় টটেনহ্যাম হটস্পারের হাতে। অ্যাটলেটিকো মাদ্রিদের হোম ভেন্যু ওয়ান্দা মেট্রোপলিটানোতে বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে ‘অল ইংলিশ ফাইনাল’। সর্বশেষ অল ইংলিশ ফাইনাল হয়েছিল ২০০৮ সালে। সেবার মুখোমুখি হয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড-চেলসি। ২০০৫ সালে চতুর্থবারের মতো চ্যাম্পিয়ন্স লীগ জিতেছিল লিভারপুল। এবার দুবার ফাইনালে খেলেছে অলরেডরা।

দুবারই হার। গত মৌসুমে তারা ৩-১ গোলে হেরে যায় রিয়াল মাদ্রিদের কাছে। লিভারপুলের হয়ে সেটি ছিল কোচ ইয়ুর্গেন ক্লপের তৃতীয় ফাইনাল হার। আর চ্যাম্পিয়ন্স লীগে দ্বিতীয়। ২০১৩ সালে বরুসিয়া ডর্টমুন্ডকেও শিরোপার কাছাকাছি নিয়ে গিয়েছিলেন। সেবার তার দল হারে ২-১ গোলে। ভাগ্য কি তাহলে সবসময় তার বিপক্ষেই থাকে? ক্লপ অবশ্য এমনটি মানতে নারাজ। তিনি বলেন, ‘আমার মনে হয় না আমার উপর কোনো অভিশাপ আছে।’

ফাইনালে লিভারপুলের প্রেরণা সেমিফাইনালের ফিরতি লেগ। বার্সেলোনার কাছে প্রথম লেগে ৩-০ গোলে হেরে অ্যানফিল্ডে ফিরতি লেগে ৪-০ গোলের অবিশ্বাস্য জয় তুলে নেয় অলরেডরা। টটেনহ্যামের ক্ষেত্রেই একই কথা প্রযোজ্য। নিজেদের মাঠে আয়াক্স আমস্টারডামের কাছে প্রথম লেগে ১-০ গোলে হেরেছিল কোচ মাউরিসিও পচেত্তিনোর দল। প্রতিপক্ষের মাঠে ফিরতি লেগে ২ গোল হজম করে বসে টটেনহ্যাম। কিন্ত দ্বিতীয়ার্ধে লুকাস মৌরার হ্যাটট্রিকে সমীকরণ পাল্টে যায়। ৩-২ ব্যবধানে জিতে অ্যাওয়ে গোলের সুবিধা নিয়ে টটেনহ্যাম নিজেদের ইতিহাসে প্রথমবার জায়গা করে নেয় চ্যাম্পিয়ন্স লীগের ফাইনালে।

২০১২ সালে লীগ কাপের মধ্য দিয়ে সর্বশেষ কোনো ট্রফি জিতেছিল লিভারপুল। টটেনহ্যাম সর্বশেষ ট্রফি জিতেছিল আরো আগে- ২০০৮ সালের লীগ কাপ। দুদলের জন্যই চাইছে চ্যাম্পিয়ন্স লীগ ট্রফিটা ঘুরে নিতে। লিভারপুল তো একেবারে মরিয়া হয়ে আছে। চলতি মৌসুমে মাত্র এক পয়েন্টের ব্যবধানে ম্যানচেস্টার সিটির কাছে ইংলিশ প্রিমিয়ার লীগ শিরোপা হারায় অলরেডরা। চ্যাম্পিয়ন্স লীগ জিততে পারলে অন্তত ওই দুঃখটা আর থাকবে না দলটির ভক্ত সমর্থকদের।

লিভারপুলের মিসরীয় তারকা মোহাম্মদ সালাহ চ্যাম্পিয়ন্স লীগ জয়ের স্বপ্ন পূরণ করতে করতে চান এবার। গতবারের ফাইনালের পুরো সময় খেলতে পারেননি তিনি। ম্যাচের আধ-ঘন্টার মাথায় সার্জিও রামোসের সঙ্গে সংঘর্ষে কাঁধের চোট নিয়ে মাঠ ছাড়েন সালাহ। চলতি মৌসুমে ক্লাব সতীর্থ সাদিও মানে ও আর্সেনালের পিয়ের এমেরিক-অবামেয়াংয়ের সঙ্গে ইপিএলের সর্বাধিক গোলদাতা (২২) তিনি। টটেনহ্যামের ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইনের সঙ্গে ফাইনালে দ্বৈরথটা ভালোই জমবে সালাহর। ইনজুরির কারণে কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগে ছিটকে যান কেইন। মিস করেন সেমিফাইনালের দুই লেগও। এখন পুরোপুরি সুস্থ তিনি।

ইউরোপিয়ান আসরে এবারই প্রথম টটেনহ্যামের মুখোমুখি হচ্ছে লিভারপুল। তবে ঘরোয়া লীগে ১৭২ ম্যাচে একে অপরের বিপক্ষে লড়েছে। ৮২ ম্যাচে জিতেছে লিভারপুল, টটেনহ্যামের জয় ৪২। আর ৪৪ ম্যাচ ড্র হয়েছে।

এক নজরে

চ্যাম্পিয়ন্স লীগ ফাইনাল

লিভারপুল: ৯

টটেনহ্যাম: ১

চ্যাম্পিয়ন: লিভারপুল ৫, টটেনহ্যাম ০

লেটেস্টবিডিনিউজ/এনপিবি

Scroll to Top