ইংল্যান্ড বিশ্বকাপে বল হাতে প্রথম উইকেট শিকার করলেন দক্ষিণ আফ্রিকার স্পিনার ইমরান তাহির। দক্ষিণ আফ্রিকান এ লেগ স্পিনার ইংলিশ ওপেনার জনি বেয়ারস্ট্রোকে সাজঘরে ফেরান। ইনিংদের দ্বিতীয় বলেই সাফল্য পান তাহির।
স্বাগতিক দেশের দুই ওপেনার জেসন রয় এবং জনি বেয়ারস্টোর বিপক্ষে নিজের প্রথম বল করার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন তাহির, ব্যাটিং প্রান্তে ছিলেন জেসন রয়। ঠিক তখনই এক মুহূর্ত হাত থেকে বলটি নিচে রেখে কয়েক সেকেন্ডের মধ্যে দোয়া পড়ে নেন তাহির। যার সুফল তিনি পেয়ে যান ওভারের দ্বিতীয় বলেই।
বিশ্বকাপের ১২তম আসরের উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ আফ্রিকা। ইংল্যান্ডের ওভালে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে।
বিশ্বকাপে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা উভয় দল অতীতে ৬টি ম্যাচে অংশ নেয়। এর মধ্যে উভয় দল তিনটি করে ম্যাচ জয় পায়। হেড টু হেডের বিচারে উভয় দল সমানে সমান। তবে সম্প্রতি পারফরম্যান্স, কন্ডিশন, আবহাওয়া এবং উইকেট বিবেচনায় দক্ষিণ আফ্রিকার চেয়ে একধাপ এগিয়ে স্বাগতিক ইংল্যান্ড।
তবে বিশ্বকাপে ইংল্যান্ড এর আগে সবমিলে ৭২ ম্যাচ খেলে। তার মধ্যে ৪১টিতে জয় পায় আর ২৯টিতে হেরে যায়। অন্যদিকে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে এর আগে ৫৫ ম্যাচ খেলে ৩৫টিতে জয় পায় আর ১৮টিতে হেরে যায়।
লেটেস্টবিডিনিউজ/এনপিবি