এক মিনিটে বাংলাদেশ ২২, ভারত ১৯

আইসিসি ক্রিকেট বিশ্বকাপের জমকালো উদ্বোধনী অনুষ্ঠানকে প্রাণবন্ত করতে ৬০ সেকেন্ডের ক্রিকেটের আয়োজন করা হয়। টেবিল টেনিস বলে খেলা সেই এক মিনিটের ক্রিকেটে সর্বোচ্চ ৭৪ রান করে বিশ্বকাপের স্বাগতিক দল ইংল্যান্ড। এই রান করতে অসামান্য ভূমিকা রাখেন জাতীয় দলের সাবেক তারকা ক্রিকেটার কেভিন পিটারসন।

আর সর্বনিম্ন ১৯ রান করে ভারত। ভারতের কিংবদন্তি স্পিনার অনিল কুম্বলে এবং জনপ্রিয় অভিনেতা ফারহানা আখতার জুটি এই সংগ্রহ করেন।

বাংলাদেশের প্রতিনিধিত্ব করা আব্দুর রাজ্জাক ও অভিনেত্রী জয়া আহসান নির্ধারিত সময়ে সংগ্রহ করেন ২২ রান

আজহার আলী ও নোবেল বিজয়ী মালালা ইউসুফজাইয়ের ব্যাটে পাকিস্তান সংগ্রহ দাঁড়ায় ৩৮ রান।

কিংবদন্তি পেসার ব্রেট লি অস্ট্রেলিয়াকে ৬৯ রান তুলতে সাহায্য করেন। আফগানিস্তান করে ৫২ রান।কিংবদন্তি ক্রিকেটার ভিভ রিচার্সের সৌজন্যে ৪৭ রান করে ওয়েস্ট ইন্ডিজ।

সাবেক তারকা অলরাউন্ডার জ্যাক কেলিসের বদৌলতে ৪৮ রান সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা। মাহেলা জয়াবর্ধনের ব্যাটে ৪৩ রান করে শ্রীলংকা। নিউজিল্যান্ড সংগ্রহ করে ৩২ রান।

লেটেস্টবিডিনিউজ/কেএস

Scroll to Top