পঞ্চমবারের মতো বিশ্বকাপ আয়োজন করছে ইংল্যান্ড। আর রাণীর দেশও এই ইংল্যান্ড। তাই তো রাণীর দেশের খেলা শুরু করার আগে রাণীর সাথে সাক্ষাৎ করলেন বিশ্বকাপে অংশগ্রহণকারী অধিনাযকরা। বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্ত্তোজাসহ অন্যান্য দলের অধিনায়কেরা রাণী এলিজাবেথের সঙ্গে দেখা করে শুভেচ্ছা বার্তা বিনিময় করেন।
আজ বুধবার স্থানীয় সময় বিকেল ৩টায় রাণীর সঙ্গে দেখা করতে বাকিংহাম প্যালেসে যান ১০ অধিনায়ক। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম।
বাকিংহাম প্যালেসে উপস্থিত ছিলেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্ত্তোজা, ভারতের অধিনায়ক বিরাট কোহলি, পাকিস্তানের অধিনয়াক সরফরাজ আহমেদ, আফগানিস্তানের অধিনায়ক গুলবাদিন নাইব, শ্রীলঙ্কার অধিনায়ক দিমুথ করুনারত্নে, স্বাগতিক ইংল্যান্ডের অধিনায়ক ইয়ান মরগ্যান, অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ, নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন, দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডু প্লেসিস এবং ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক জেসন হোল্ডার।
রাণীর সঙ্গে দেখা করার পর অনুষ্ঠানিক উদ্বোধন হয় বিশ্বকাপের। ম্যারাথন এই আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের হয়ে যোগ দেন জাতীয় দলের খেলোয়াড় আব্দুর রাজ্জাক ও অভিনেত্রী জয়া আহসান। লন্ডনের বাকিংহাম প্যালেসের সামনে দ্য মলে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে ক্রিকেটও খেলেন এই দুই তারকা।
১০টি দেশের অংশগ্রহণে যৌথভাবে ইংল্যান্ড ও ওয়েলসে বসছে এবারের ১২তম আসর। আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হয়ে খেলা চলবে জুলাইয়ের ১৪ তারিখ পর্যন্ত। শেষ দিনেই প্রমাণ হবে কে বিশ্বসেরা।
লেটেস্টবিডিনিউজ/কেএনপিএস