আগামী ৩০ মে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে পর্দা উঠছে দ্বাদশ ক্রিকেট বিশ্বকাপের। তবে বাংলাদেশের ম্যাচ দেখতে ক্রিকেটপ্রেমিদের অপেক্ষা করতে হবে আগামী ২ জুন পর্যন্ত। ঐ দিন প্রোটিয়াদের বিপক্ষে মাঠে নামার মধ্যে দিয়ে বৈশ্বিক এ টুর্নামেন্টের পথচলা শুরু করবে মাশরাফি বিন মর্তুজার দল।
এবারের বিশ্বকাপে নেই কোন গ্রুপ। ১৯৯২ সালের মতো আবারো বিশ্বকাপে ফেরত এসেছে রাউন্ড-রবিন পদ্ধতি। অর্থাৎ লিগ পর্বে সব দল একের অন্যের মুখোমুখি হবে একবার করে। সেখান থেকে পয়েন্ট টেবিলের শীর্ষ চারটি দল সরাসরি উঠে যাবে সেমিফাইনালে।
বিশ্বকাপের মূল লড়াইয়ের আগে আগামী ২৬ মে পাকিস্তান ও ২৮ মে ভারতের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এ দুটি ম্যাচই হবে কার্ডিফে।
দ্বাদশ বিশ্বকাপে অংশ নিচ্ছে ১০টি দল। সে হিসেবে লিগ পর্বে বাংলাদেশ খেলবে ৯টি ম্যাচ। এক নজরে দেখে নেই বিশ্বকাপে বাংলাদেশ ম্যাচের সময়সূচী:
তারিখ প্রতিপক্ষ ভেন্যু বাংলাদেশ সময়
২ জুন দক্ষিণ আফ্রিকা কেনিংটন ওভাল, লন্ডন বিকাল ৩.৩০
৫ জুন নিউজিল্যান্ড কেনিংটন ওভাল, লন্ডন সন্ধ্যা ৬.৩০
৮ জুন ইংল্যান্ড সোফিয়া গার্ডেন্স, কার্ডিফ বিকাল ৩.৩০
১১ জুন শ্রীলঙ্কা কাউন্টি গ্রাউন্ড, ব্রিস্টল বিকাল ৩.৩০
১৭ জুন ওয়েস্ট ইন্ডিজ অ্যাসোসিয়েটস কাউন্টি গ্রাউন্ড বিকাল ৩.৩০
২০ জুন অস্ট্রেলিয়া ট্রেন্ট ব্রিজ, নটিংহ্যাম বিকাল ৩.৩০
২৪ জুন আফগানিস্তান রোজ বোল, সাউদাম্পটন বিকাল ৩.৩০
২ জুলাই ভারত এজবাস্টন, বার্মিংহ্যাম বিকাল ৩.৩০
৫ জুলাই পাকিস্তান লর্ডস, লন্ডন বিকাল ৩.৩০