ত্রিদেশীয় সিরিজের পর পরিবারকে সময় দিতে দেশে আসেন ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। চার দিনের ছুটি শেষে বুধবার বিশ্বকাপের উদ্দেশে দেশ ছাড়েন তিনি।
লন্ডনের উদ্দেশে সকাল ১০.৩০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশ ছাড়েন তিনি। এ সময় তিনি বলেন, ‘সবাই দোয়া করবেন, যাতে আমরা ভালো করতে পারি। ত্রিদেশীয় সিরিজ জিতে সবাই বেশ আত্মবিশ্বাসী, আপনারা দোয়া করবেন বাংলাদেশ দলের জন্যে। চেষ্টা করব ভালো করার। বাংলাদেশ যেন ভালো খেলে।’
বৃহস্পতিবার বিশ্বকাপে অংশ নেওয়া প্রতিটি দেশের অধিনায়কদের নিয়ে একটি অনুষ্ঠানে অংশ নেবেন টাইগার অধিনায়ক। এদিনই অনুষ্ঠান শেষে লেস্টারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে তার।
বিশ্বকাপ স্কোয়াডের ১৩ জন আছেন ইংল্যান্ডে। সেখানে বিশ্বকাপের প্রস্তুতিও চলছে। ওপেনার তামিম ইকবাল পরিবারের সঙ্গে সময় কাটাতে গেছেন দুবাইয়ে। আর আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ শেষে ছুটিতে দেশে এসেছিলেন মাশরাফি বিন মর্তুজা।